পিপঁড়ার অত্যাচার থেকে বাঁচতে ৮টি দারুণ কার্যকরী উপায়; চেষ্টা করেই দেখুন একবার!!!

লিখেছেন লিখেছেন নানা ভাই ০৭ জুন, ২০১৪, ০৪:৫৭:৪২ বিকাল



বাড়িতে ক্ষুদ্র এই প্রাণীর উপস্থিতি অনেকেই ধনী হবার লক্ষণ মনে করেন। কিন্তু এই ধনী হবার লক্ষণই আপনার একদিন কাল হয়ে দাঁড়ায়। গরমকালে মিষ্টি জাতীয় খাবার শুধু নয়, কাপড় থেকে শুরু করে আরও অনেক কিছুতেই বেশ আশংকাজনকভাবে বেড়ে যায় পিপড়ার অত্যাচার। ক্ষুদে প্রজাতির এই প্রানীর অত্যাচার থেকে রক্ষা পাবার বেশ কয়েকটি প্রাকৃতিক উপায় আছে।আসুন জেনে নেয়া যাক সেই উপায়গুলো।

(১)লেবুর রসঃ

বাসা বা রুমের যেখানে পিপঁড়ার বসবাস সেখানে লেবুর রস ছিটিয়ে দিন ভালভাবে। দেখবেন পরিবার পরিজন নিয়ে পিপঁড়া পালিয়ে গেছে।

(২)দারুচিনিঃ

যে জায়গাগুলোতে পিপঁড়া চলা ফেরা করে সেখানে দারুচিনি গুঁড়ো ছিটিয়ে দিন। দেখবেন পিপঁড়া উধাও।

(৩)মেন্থলঃ

পিপঁড়া তাড়ানোর জন্য দরজা বা জানালার আশেপাশে পিপারমিনট তেল ছিটিয়ে দিন। এতে মেন্থল এর গন্ধে পিপঁড়া বাড়ি ছাড়া হয়ে যাবে।

(৪)চকঃ

আমরা প্রায় দেখি যে,পিপড়ারা দল বেধে চলে। সেই দলকে ভেঙে দিতে বা তাদের বিচ্ছিন্ন করতে একটি চক দিয়ে আলোপাতাড়িভাবে এঁকে দিতে পারেন। এতে বেশ ভালই কাজ হবে ।

(৫)কফির গুড়োঃ

কফির কিছু গুঁড়ো মেঝেতে বা যেখানে পিপঁড়ার উপদ্রব বেশি সেখানে রেখে দিন। পিঁপড়া আর আসবে না।

(৬)ভিনেগারঃ

মেঝে পরিষ্কার করার জন্য পানির সাথে ভিনেগার ব্যবহার করুন। দেখবেন পিপঁড়া আর ফিরেও আসবে না আপনার অন্দর মহলে।

(৭)গরম পানিঃ

বাসার যেই গর্তে পিপঁড়ার কলোনী রয়েছে সেখানে কয়েক মগ গরম পানি ঢালুন। দেখবেন সপরিবারে পিপঁড়া মারা গেছে।

(৮)কালো বড়ো পিপঁড়াঃ

বাসা বাড়িতে যে পিপড়ার উপদ্রব দেখা যায় সেগুলো হলো লাল পিপঁড়া। যদি বাড়িতে কয়েকটি বড় কালো পিপঁড়া ছেড়ে দিতে পারেন তবে কাজ শেষ। কারণ বড় কালো পিপড়াগুলো লাল পিপঁড়াদের খেয়ে ফেলে।

যাইহোক, এই ক্ষদ্র প্রজাতির প্রানীর অত্যাচার থেকে রেহায় পেতে উপরিউক্ত উপায়ে একবার চেষ্টা করেই দেখুন না। - সূত্র: অনলাইন Click this link

বিষয়: বিবিধ

১১১২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231876
০৭ জুন ২০১৪ বিকাল ০৫:৩৯
ছিঁচকে চোর লিখেছেন : কাজের পোষ্ট। পিলাচ
০৭ জুন ২০১৪ রাত ১০:১০
178778
নানা ভাই লিখেছেন : ধন্যবাদ।
231879
০৭ জুন ২০১৪ বিকাল ০৫:৫০
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
০৭ জুন ২০১৪ রাত ১০:১০
178779
নানা ভাই লিখেছেন : ধন্যবাদ।
231880
০৭ জুন ২০১৪ বিকাল ০৫:৫২
শিশির ভেজা ভোর লিখেছেন : পিপড়ের জ্বালায় আর বাচিয়ে। ইচ্ছে করে আত্মহত্যা করি। At Wits' End
০৭ জুন ২০১৪ রাত ১০:১১
178780
নানা ভাই লিখেছেন : আর আত্মহত্যা করতে হইবো না।ধন্যবাদ।
231991
০৭ জুন ২০১৪ রাত ০৮:৫৭
পুস্পিতা লিখেছেন : তথ্যগুলো সেইভ করে রাখলাম। কয়েকটা ট্রাই করে দেখব।
০৭ জুন ২০১৪ রাত ১০:১১
178782
নানা ভাই লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File