'সাত খুনের প্রতিবেদনে র‌্যাবের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি' -এটর্নি জেনারেল; "আরিফ সাত হত্যাকান্ডের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন"-পিপি আপনারাই কন কুনটা সত্য???

লিখেছেন লিখেছেন নানা ভাই ০৪ জুন, ২০১৪, ১১:১৬:৪১ রাত





নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনায় আদালতে দাখিল করা তদন্ত কমিটির কোনো প্রতিবেদনেই র‌্যাবের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে দাবি করেছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।

অন্যদিকে, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক জাকির হোসেন গণমাধ্যমকে জানান, জবানবন্দিতে আরিফ সাত হত্যাকান্ডের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। কীভাবে অপহরণ ও হত্যা করা হয়েছে তার সব কিছু আদালতে বলা হয়েছে। বুধবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার মাধ্যমে তিনি এ দায় স্বীকার করেন।

কথা হইলো কুনটা ঠিক?

এটর্নি জেনারেল মাহবুবে আলমের কথা, না নারায়ণগঞ্জ এর পিপি"র কথা???

বিষয়: বিবিধ

৮৯০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230745
০৫ জুন ২০১৪ রাত ০১:৫৮
সাদাচোখে লিখেছেন : মাহবুব সাহেবের কথা শুনে মনে হচ্ছে - এরশাদ শিকদার, সুইডেন আসলাম, মোল্লা মাসুদ, সুব্রত বাইন - টাইপের ক্রিমিনালরা যদি এ সরকারের আমলে হাই কোর্টের বিচারপতি কিংবা এটর্নী জেনারেল হত - বাংলাদেশের মানুষ বিচার বিভাগের উপর আরো বেশী আস্থা ও বিশ্বাস ও সন্মান পোষন করতো।

০৫ জুন ২০১৪ রাত ০২:২৭
177501
নানা ভাই লিখেছেন : বড় মনোরম কতা কইচেন।Good Luck
230759
০৫ জুন ২০১৪ রাত ০৪:৩৪
প্যারিস থেকে আমি লিখেছেন : ওদেরকে ধরে গদাম দেয়া দরকার।
230881
০৫ জুন ২০১৪ দুপুর ১২:৩৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মগের মুল্লকের যামানা, ডাইনীর শাসন। অতএব যে যাহা বলে তাহাই সঠিক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File