"কাবাব ঘর" ফেনী, আলবিনো সাপ এবং শেখ হাসিনা
লিখেছেন লিখেছেন নানা ভাই ২৩ মে, ২০১৪, ০৪:৫৭:৩৬ বিকাল
‘এখানে মানুষের মাংসের গরম কাবাব পাওয়া যায়।’
খুন, গুম, অপহরণে উদ্বিগ্ন মানুষ। গুম হলে এখন অনেকের পরিবার স্বজনকে জীবিত উদ্ধারের আশা করেন না। তারা অন্তত লাশ ফেরত চান। যারা ভাগ্যবান তারা অপহৃত স্বজনের লাশ ফেরত পান; কেউ সেটাও পান না।
সাধারণ মানুষ, পেশাজীবী, জনপ্রতিনিধি কেউই নিরাপদ নন। অপহরণ, গুম, খুনের সংখ্যা ভয়াবহ হয়ে উঠেছে। লাশের মিছিল বাড়ছে। আগে অপহরণ গুম, হত্যার পর লাশ পথে প্রান্তরে পড়ে থাকতো। এখন
পেট ফাড়িয়ে নদীতে ডুবিয়ে রাখার ঘটনা ঘটছে। প্রকাশ্যে গুলির পর আগুন দিয়ে পুড়িয়ে মারার লোমহর্ষক ঘটনাও ঘটছে। কিছুদিন আগেও কোনো ট্রেডমার্ক সন্ত্রাসীকে ক্রসফায়ারে হত্যার খবর পড়ে যারা খুশি হতেন, মিষ্টি বিতরণের খবর প্রচার করতেন তারা এখন নিজেরাই অপহরণ, গুম, খুনের আতঙ্কে উদ্বিগ্ন থাকেন। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের অস্বাভাবিক মৃত্যুর আশঙ্কায় অস্থির থাকেন।
ইউক্রেনের জাতীয় চিড়িয়াখানায় পাওয়া যায় আলবিনো নামের এক প্রকার সাপ। এই আলবিনো ক্যালিফোর্নিয়া কিং স্নেক নামে পরিচিত। এ সাপের দুটো মাথা রয়েছে; দুই মাথা একই সময় দুই ধরণের চিন্তা করে। শরীর এক অথচ মাথা দুইটি হওয়ায় তারা খাবারের জন্যও মারামারি করে থাকে। তাই তাদের খাবার দেয়ার সময় মাঝে এমনভাবে একটা ব্যারিকেড দিয়ে দেয়া হয় যেন তারা পরস্পরের খাবার না দেখতে পারে। প্রতিদিন ইউক্রেনের লক্ষ লক্ষ মানুষ চিড়িয়াখানায় যান এই অদ্ভুত সাপটি দেখতে। এমনো দেখা যায় এই আলবিনো একে অন্যের মাথা গিলে ফেলে, শরীর এক অথচ মাথা দুইটি হওয়ায় একে অনকে খেয়ে ফেলার অদ্ভুত চেষ্টা করেন। শেখ হাসিনাও ঠিক সেই আলবিনো নামের সাপের মতো একজনকে দিয়ে অন্যজনকে হত্যা করান, আর সুখ অনুভব করেন!
Click this link
বিষয়: রাজনীতি
২২৩৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এমন কিছুই হবে যা কখনও ঘটেনি আগে
ধন্যবাদ সুন্দর পোষ্টটির জন্য।
মন্তব্য করতে লগইন করুন