অবশেষে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ খেকে টাকা খাওয়ার কথা স্বীকার করলো গণজাগরণ মঞ্চ

লিখেছেন লিখেছেন নানা ভাই ১০ এপ্রিল, ২০১৪, ০১:১৭:৫৮ রাত

অবশেষে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ খেকে টাকা খাওয়ার কথা স্বীকার করলো গণজাগরণ মঞ্চ। রাতে ইন্ডিপেন্ডেন্ট টিভি টকশোতে তারা এসব কথা বলেন

http://www.youtube.com/watch?v=6dvyhLshWyY

কাদের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে তার ফিরিস্তি

গণজাগরণ মঞ্চের চাঁদাবাজির সংক্ষিপ্ত লিস্টঃ

১. এস পি মাহবুব থেকে ৪ লক্ষ টাকা বাপ্পাদিত্য বসুর সামনে লেনদেন

২. কানাডা থেকে জিয়াউল হক প্রবাসীদের ফান্ড লেনদেন বাপ্পাদিত্য বসুর পরিচিত।

৩. ইনসেপ্টা ৫ লক্ষ টাকা দিয়েছে নাছিরউদ্দিন ইউসূফ বাচ্চুর কাছে জানিয়েছেন ফরিদুর রেজা সাগর।

৪. বসুন্ধুরা গ্রুপ ২০ লক্ষ টাকা প্রদান করেছে ।

৫. রেনেটা ফার্মা (জামাতের) ৪ লক্ষ টাকা প্রদান করেছে।

৬. ল্যাবএইড ডা আর্সালনের মাধ্যমে ১০ লক্ষ টাকা প্রদান করেছে।

৭. ইস্পাহানি ১০ লক্ষ টাকা প্রদান করেছে।

৮. এফবিসিসিআই চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন হতে ৬০ লক্ষ টাকা।

৯. আবেদ খান ২.৫ লাখ টাকা ইমরান এইচ সরকারের হাতে প্রদান করেছে।

১০. হামীম গ্রুপ ২০ লক্ষ টাকা প্রদান করেছে।

১১. যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া থেকে থেকে আগত ফান্ড।

১২. হনিফ পরিবহন ১০ লক্ষ টাকা ইমরান এইচ সরকারকে ক্যাশ চেক।

১৩. অটবি ১০ লক্ষ টাকা এবং ফেব্রুয়ারী ৮ তারিখ পর্যন্ত খাবার প্রদান করেছে।

১৪. ৪.৬ লক্ষ টাকা প্রথম আলোর মাধ্যমে।

১৫. ফরিদুর রেজা সাগর ৬০ হাজার টাকা দিয়েছে সোমার মাধ্যমে ইমরানের কাছে ।

১৬. আওয়ামীলীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তোলা চাঁদা।

১৭. আওয়ামীলীগের অনেক এমপি-মন্ত্রী প্রচুর** টাকা দিয়েছে।

১৮. YPD এর মাধ্যমে প্রচুর টাকা সংগ্রহ করেছে কানিজ এ সুলতানা।

১৯. ৬ তারিখ গনজাগরন থেকে চাঁদা উঠেছে ৪৩ হাজার ।

২০. ৬ তারিখ কানিজ এ সুলতানার মাধ্যমে ১০ হাজার টাকা।

২১. দুইটি ল্যাপটপ দিয়েছে এক মেজর।

২২. বেস্টওয়ে গ্রুপ ৫ লক্ষ টাকা দিয়েছে।

২৩. ওয়াল্টন ইলিয়াস কাঞ্চনের মাধ্যমে ১০ লক্ষ টাকা প্রদান করেছে, রিসিভ করেছে নাছিরউদ্দিন ইউসূফ বাচ্চু।

২৪. সামিট গ্রুপ ২৫ লক্ষ টাকা ইমরান এইচ সরকারের কাছে প্রদান করেন সামিট গ্রপের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফরিদ খান

২৫. এ,টি,এন বাংলা থেকে জ ই মামুনের মাধ্যমে কানিজ এ সুলতানার হাতে দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা।

২৬. বায়ো ফার্মা ৫ লক্ষ টাকা প্রদান করেছে।

২৭. ইসলামী ব্যাংকের বর্ষপূর্তির অনুষ্ঠান পরিচালক আবদুন নূর তুষার ৭৫ হাজার টাকা।

২৮. এডভোকেট আনিসুল হক থেকে ১০ হাজার টাকা।

**আওয়ামী লীগের প্রায় ১৫০ এমপি, উপজেলা চেয়ারম্যান প্রত্যেকে গড়ে ১ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত দিয়েছে।

বিষয়: রাজনীতি

১০৬৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205465
১০ এপ্রিল ২০১৪ রাত ০২:১২
শেখের পোলা লিখেছেন : যারা এ টাকা দিয়েছে তারা পরকালের সনদ পাবে৷
205468
১০ এপ্রিল ২০১৪ রাত ০২:১৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আহারে আমি যদি যাইতাম অনেক টাকা পাইতাম Tongue
205472
১০ এপ্রিল ২০১৪ রাত ০২:৪৫
ভিশু লিখেছেন : নিরপরাধ আব্দুল কাদের মোল্লাকে চরম অন্যায়ভাবে আদালতের মাধ্যমে যারা হত্যা করলো - তাদেরকে যারা টাকা দিয়েছে, তাঁদেরও জবাব দিতে মহান আল্লাহর দরবারে, অবশ্যই, ইনশাআল্লাহ!
205543
১০ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১৬
ফেরারী মন লিখেছেন : Surprised Surprised Surprised Surprised

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File