ছাত্র রাজনীতি

লিখেছেন লিখেছেন শোয়েব ০৭ এপ্রিল, ২০১৪, ০৩:০৫:১৪ দুপুর

বাংলাদেশের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হউক অনেকে বলে থাকে কিন্তু আসল সমস্যা কেউ বলতে চায় না।কারন যারা ছাত্রদের নিয়ে নোংরা রাজনীতি করে আগে তাদের নিষিদ্ধ করা দরকার।তাহলে অটো মেটিক ছাত্র রাজনীতি পবিত্র হবে।আসল জাইগা বাদ দিয়ে সবাই শুধু মরীচিকার পিছে ছুতে।হায় মানুষ হায় বাংলাদেশী………….

বিষয়: বিবিধ

৯১৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203823
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৭
ফেরারী মন লিখেছেন : যথার্থই বলেছেন।
203841
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০১
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
203859
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৪
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ছাত্ররাজনীতি না থাকলে দেশ রাজনৈতিক দেউলিয়া হয়ে যাবে। নেতা না থাকলে নেতৃত্ব সংকটে পড়বে দেশ।
203861
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৬
এলিট লিখেছেন : কথা ঠিক আছে। ছাত্র রাজনীতি নয়, নোংরা রাজনীতি বন্ধ করা দরকার। কিন্তু সমস্যা হল, ঠক বাছতে গা উজার। রাজনীতির জগতে বেশিরভাগই নোংরা রাজনৈতিবিদ পাওয়া যায়। নতুন কোন আইন বানিয়, ছাত্র রাজনীতি বন্ধ করা সম্ভব। কিন্তু নোংরা রাজনীতি বন্ধ করা কখনোই সম্ভব নয়। তাই, যেটা করা সম্ভব, মানুষ সেটার কথা বলে।
204042
০৭ এপ্রিল ২০১৪ রাত ০৯:১২
হতভাগা লিখেছেন : টেন্ডারবাজীতে নেতা ও ক্যাডারদের ইনভলভমেন্ট বাদ দিয়ে দিন , দেখবেন হাতি দিয়েও কোন ছাত্রকে টেনে আনা যাবে না ছাত্র রাজনীতিতে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File