মনে হয় প্রেমে পড়েছি (নষ্ট ক্যাঁপাচিটার)

লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ০৫ অক্টোবর, ২০১৪, ০৪:৩৪:২১ বিকাল

প্রেম এক অদ্ভুত জীবনের নাম! তবুও সব

কিছু ভুলিয়ে কেন জানি একটু একটু

প্রেমে পড়ে যাচ্ছি….

..জানি প্রেমে হাবুডুবু

খেয়ে আমার সহ অনেকের জীবন আজ

বিপর্যায়ের মুখে,তবুও কেন জানি একটু

প্রেম প্রেম অনুভোব করতেছি।

তাহাকে নিয়ে একটু একটু স্বপ্ন দেখা শুরু

করতে শুরু করেছি,বাট যার

প্রেমে পড়েছি সে নিজেও

জানেনা এবং আমিও কখনও মুখ

ফুটিয়ে বলতে পারছি না।—-

আহা কি যে একটা দুঃখ !

হয়তো আমি জানি যদি ওকে প্রেমের

প্রস্তাব টি দিয়ে দেই

সে হয়তো আমাকে ঘৃণার চোখে দেখবে–

এবং সব কিছু উলট-পালট হয়ে বর্তমান

যে সম্পর্কটা আছে সেটাও অজানায়

চলে যাবে। বর্তমানে তাকে নিয়ে স্বপ্নে্র

শেষ করতে পারতেছি না।তাকে মনের সব

জায়গায় দেখতে পাচ্ছি…কিন্তু এটাও

জানি ও আমাকে একটুখানি হলেও ভালবাসে।

হয়তো বা আমাদের তাদের মত কোন ফ্লাট

বাড়ি বা বড় অট্রলিকা নেই–শুধু আছে মন

থেকে তাকে দেওয়ার মত অনেক ভালোবাসা।

যতই দিন যাচ্ছে কেন জানি ততই তার জন্য

পাগল হয়ে যাচ্ছি….তার অবস্হা এবং আমার

অবস্হা একই—কিন্তু….. !!!!!!!!!!!!!!!!!!

“কেন এত ভালো লাগে তোমাকে,

মনকে কি করে বুঝাই বলো না”

–আবার মন

থেকে সিদ্ধান্ত

নিয়েছি তাকে আমি সারাটি জীবন

নীরবে ভালোবেসেই যাব । কিন্তু পাগল

মনকে কিছুই বুঝতে বুঝাতে পারছি না। সব

সময় তার কথাই ভেবে যাচ্ছে।

কেন জানি সব

সময় তাহাকে কথাগুলি বলতে চাই,কিন্তু

বলতে পারতেছিইই না। আজ বার বার তার

অপেক্ষা করছি ফোনে ইনবক্সে সব

জায়গায়–কিন্তু একটা এস এম এস ও পেলাম

না। খুবই কষ্ট লাগতেছে…..তার

একটা কথা শুনার জন্য।

আমি জানি ঝড়া পাতার দিন শেষে একদিন

না একদিন ফুল ফুটবেই ,ভালোবাসার

বাগানে সুখ পাখিরা ঐ গাছে আবার গান শুরু

করবে,সেই অপেক্ষায় আছি। এটাও জানি –

নদীতে জোঁয়ার ভাটা না হলে সেই নদীর

কোন মুল্য নেই।

এখানেই তোমাকে বললাম

———আই লাভ ইউ…

আমি তোমাকে অনেক অনেক অনেক

ভালোবাসি।

ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, ….কিন্তু

এই ভালোবাসার কথাটা তোমার মুখ

থেকে শুনতে চাই—সেই অপেক্ষায়

___সাইদুর ০৫/০৯/২০১৪

#প্রেম কাব্য

বিষয়: বিবিধ

১০৪৯ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271681
০৫ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
বুড়া মিয়া লিখেছেন : আপনি পুরাপুরি পাগল হয়ে গিয়েছেন .... ফিরে আসুন ভালোবাসার পাগলা-গারদ থেকে!
২০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২৮
239399
shaidur rahman siddik লিখেছেন : হোটেও পারিLove Struck
271954
০৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২২
আফরা লিখেছেন : বুড়া দাদুর মত আমার ও তাই মনে হয়েছে ।
২০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২৯
239400
shaidur rahman siddik লিখেছেন : kan apu ????Love Struck
271966
০৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:০০
ফেরারী মন লিখেছেন : প্রেমে পড়াটা অন্যায় নয়। তবে তাতে থাকতে হবে পবিত্রতা। সবার মাঝেই প্রেম আসে। Love Struck চেষ্টা চালিয়ে যান উপরওয়ালা চাইলে সফল হতেও পারেন।
০৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:৩৬
216101
আফরা লিখেছেন : বা...বা...ফেরারী মন ভাইয়া কি সুন্দর ফতুয়া দিয়ে দিলেন
প্রেমে পড়াটা অন্যায় নয়। তবে তাতে থাকতে হবে পবিত্রতা।
বিয়ের আগে প্রেম সেটা অবৈধ্য । আর যেটা অবৈধ্য সেটায় আবার পবিত্রতা কি !!ফেরারী মন ভাইয়া @
০৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪৭
216105
ফেরারী মন লিখেছেন : দুঃখিত আমার ভুল হয়ে গেছে। Sad আসলে বলবো যে প্রেমে পড়াটা অন্যায় নয় তবে সেটা বিয়ের পর। Crying সরি রিয়েলি সরি
২০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩০
239401
shaidur rahman siddik লিখেছেন : হা .Love Struck Yahoo! Fighter =Happy
২০ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:০৬
243408
shaidur rahman siddik লিখেছেন : দোয়া করবেন.।
272474
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ১২:১৮
shaidur rahman siddik লিখেছেন : #যাহ দুষ্টরা কি বলেন ঐ সব ! আমি আর প্রেম করমু না Big Grin

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File