ধর্ষিতা হওয়ার কথা স্বরণ আছে কি...?

লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ০৭ জুলাই, ২০১৪, ০৮:২৮:৩০ রাত

আপনাদের স্বরণ আছে কি........

যখন সিমান্তের ফেলানীকে হঁত্যা করে কাঁটা তাঁরের উপর বাদুরের মত ঝুলিয়ে রেখেছিল বিএসএফ,তখন কোথায় গিয়েছিল সরকারের ভাবমূর্তি....

যখন বিদেশী মিডিয়ায় প্রাকাশ করা হয়েছিল ফেলানীর করুণ দৃশ্য,সেটা দেখে লজ্জা মাখা মুখে দেশীয় চ্যানেলও প্রচার করা হয়েছিল।

..কিন্তু ফেলানীর সেই লাশের আর্তনাদ সরকারের কানেই গিয়ে পৌছায় নি।বরং তত্‍কালীন সময়ে শেখ হাসিনা তার রঁসের ভারতের সাথে চুপি চুপি বাহবা দিয়েছিলেন।

তত্‍কালীন কোন একজন মন্ত্রী বলেছিলেন...... "সিমান্তের হত্যার বিচারে সরকার কতটুকু দায়িত্বশীল সেটা ফেলানীর হত্যার বিচার দিয়েই বোঝা যাবে".......?

বিচার হল অন্যরকম ! সুষ্ট বিচার তো পেলই না,বরং কলংকিত হল এই বাংলার জনগণ।তার বাবা মা এবং পরিবার পরিজন সহ গোটা জাতি।

......আর ফেলানীকে তারা করল মৃর্তুর আগে ধর্ষিতা এবং বিচারের পর ফেলানী হয়ে গেল আরও একবার ধর্ষিতা।

এবং ধর্ষিতা হয়েছে গোটা বাংলাদেশ ও গোটা বাঙালী জতি.....!

.......চলবে ।

#নষ্ট

বিষয়: বিবিধ

৯২৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242664
০৭ জুলাই ২০১৪ রাত ০৯:১৩
সুশীল লিখেছেন : মাইনাস
242685
০৭ জুলাই ২০১৪ রাত ১০:১২
shaidur rahman siddik লিখেছেন : পরক্ষ ও বিচক্ষন করার জন্য আপনাকে ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File