বাংলার মেয়েরা ......???....!!!
লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ২২ জুন, ২০১৪, ১০:৩০:৩৯ রাত
বাংলার গর্বের মেয়েরা............??
টপ দ্যা ইয়ার....হাসিনার নিজের হাতের নক্ষত্র সম্মাননা পায় । তবে পাওয়ার জন্য কিছু করণীয় আছে ।
প্রথমেই তাকে হিজাব ছেড়ে দিয়ে ঐ ৭১এর বাংলা সিরিয়ালের অভিনয় করতে হবে।ইন্ডিয়ান মার্কা সিরিয়াল দেখতে হবে ।
লুলুপুটে ড্রেস পরিধান করে রাস্তায় বে-হায়াপনা ভাবে চলতে হবে।নতুন নতুন হেয়ার কাটিং হেয়ার স্টাইল শর্ট কাটিং জামা-কাপড় পরিধান করতে পারলেই "গুড অফ লাকি"
তখনেই খুজে পাওয়া যায় হাসিনার হাতের ঐ নক্ষত্রের ছোঁয়া ঐ পাড়ার হটভট চাঞ্চল্য বগাদেদের কাছে।
রিক্সায় চড়ে ঘুরাঘুড়ি এবং চটপটি খাওয়া ও ধুম-ধামের সু-মধুর আমেজের ইমেজটি তখনেই তাদের গায়ের কাছে চলে আসে।
লেঁলে-পুলে পুলিশলীগ ও চেয়ে থাকে তাদের দিকে ঐ অপলক নন্দিত দৃষ্টিতে।তাদের শুধু অপেক্ষার পালা কখন আমার দিকে একটুখানি চায় ।
উপরক্ত বিষয়গুলি খাটি বাংলার কাঁলচার হয়ে উঠতেছে ...!
বাংলার জঙ্গী মেয়েরা.......??
হিজাব ও সুদরন্ধায় থাকা সহ যাবতীয় ইসলামের শরীয়া মোতাবেক চলিতে গিয়ে যে সকল বাধা বিপত্তি অর্জন করিতে হয় তাহা এই বাংলার প্রতিটি ইমানী নারীর হারে হারে জানা আছে ।
কাঁলো বোরকা পড়ে ক্লাশে গেলেই চোঁখে দেখতে হয় অন্যের কানে ফিসফিসানি।দেখতে হয় অন্যদের নাটক।
আমরা কি আসলেই স্বাধীন......?
উত্তর হ্যাঃ আমর স্বাধীন ।
সেটি হলো জার্মানি,লন্ডন,নিউইয়ার্কের মত করে যারা এই দেশে চলতে পারে তারাই স্বাধিন।
যে দেশের সরকারী দালালেরা সরকার প্রধান এই কু-কর্মের সাথেই জরিত হয়ে থাকে সে দেশে ইসলামের আলো কতটুকু প্রজ্জলিত হবে সেটি আল্লাহ তায়ালা ভালভাবেই জানে।
যে দেশে ইসলাম প্রচারের জন্য নারীরা কাজ করিলে তারা হয়ে যায় জঙ্গি যে দেশের ইসলাম প্রচারের জন্য কাজ করতে এসে নারীরা হয়ে যায় কাগজের কু-কর্মের হেডলাইন । যে দেশে ইসলামের জন্য কাজ করতে এসে নারীদের ঐ কমল হাতে পরিধান করা হয় লোহার শিঁকল ! সে দেশে ইসলামের আওতায় কতটুকু এনে দেওয়া সম্ভব সেটিও আল্লাহ তায়ালা ভাল ভাবেই জানেন।
যে দেশে সত্যের সাথে চলতে গিয়ে হয়েছে অনেক শহীদ,গিয়েছে অনেকে জেলে ঘর ছাড়া হয়েছে ছেলে। সে দেশ কতটুকু স্বাধিন সেটিও জানা আছে জনগণের।
এই সব কিছুই নাস্তিকের শক্তিশালী ক্যাডার আ'লীগের প্রতিষ্ঠিতা শেখ মুজিব ও তার মেয়ে এবং তার পরিবারের কাছ থেকে পাওয়া নতুন কি নয় ।
যার ছেলে খৃষ্ঠানকে বিয়ে করে বড় গলায় বলতে পারে "বাংলাদেশের মেয়েদের চেহেরা কুত্সিত বলে তারা বোরকা পড়ে"
আসলেই দোষ এই বাংলার জনগণেরও আছে ।তারা তখনেই যদি ঐ নাস্তিকটাকে গলাধাক্কা দিয়ে বের করে দেওয়া যেতে তাহলে আজ এই দেশে ছাত্রি সংস্হার আপুদের জেলে যাওয়া কখনেই লাগত না ।
তখন এই হিজাব পরিহিতরাই হয়ে যেত এই বাংলার প্রতিটি ঘরে ঘরে এক উজ্জল নক্ষের সমান,এবং হয়ে থাকতে এই বাংলার মানুষের মনে প্রাণের মাঝে ।
অবশেষে বলতে চাই____ইসলামি ছাত্রী সংস্হার সকল বোনদের মুক্তি চাই,এবং সেই সাথে সরকারের কাছ থাকে হয়রানি এবং মানহানি করার জন্য ক্ষমা চেয়ে নেওয়া।
#সাইদুর____উইস_করলাম____হিডেন
বিষয়: বিবিধ
৯৫৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন