আজকের খেলায় ধন্যবাদ পাওয়ার যোগ্য কে......???
লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ১৭ জুন, ২০১৪, ০৮:৩৯:১৫ রাত
ধন্যবাদ কি বলারদের নাকি মাঠ এবং পিচের........??
অ-সম্ভব অ-সম্ভবেই থেকেই গেল।পূর্ণ করতে দিলনা মনের আসাটাকে উহ্....
আসলেই যেমনেই ছিল ঐ ভারতকে ১০৫ রানে অল-আউট করা,তেনমিই ছিল বাংলাদেশকে ভারত ৫৮ রানে প্যাকেট করা।
যেমনেই হুংকার ছিল বলাদের,তার চেয়ে বেশি সার্থকথাটা ছিল মাঠের।
স্বাভাবিকের চেয়ে অ-স্বাভাবিকের কিছুই এর মাঝে খুঁজে পাওয়া যায় না এবং সামনে যে যাবে সেটিও কেউ নিশ্চয়তা দিতে পারবে না।
#স্বপ্নঃ মেঁঘ দেখে কেউ করিস না ভঁয়, আড়ালে তার সূর্য হাঁসে....
#আমিঃ ভাই মেঁঘ দেখলে ভঁয় লাগে... কারণ বৃষ্টি হয় এবং এবং বৃষ্টি হইলে মাঠের অবস্হা খুব খারাপ নালে।
#স্বপ্নঃ আরে মাঠ তো সাঁফ করে পরিস্কার করে দেয়।
#আমিঃ পরিস্কার করলেই বা হইবো কি,তহন খেলা দেখে বিজয়ের নিশান উড়ানোর স্বপ্ন দেহি।
বি দ্র - বাংলাদেশের খেলার ক্ষেত্রে এই প্রবাদটা বাদ দিয়ে সূর্য পর্যন্ত দেখার চেষ্টা করুন।
#সাইদুর
বিষয়: বিবিধ
৭২৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বৃষ্টি পড়ার কারণে পিচ অসম্ভব সিমিং বান্ধব হয়ে গিয়েছিল ।
ভারতের টপ ক্লাস ব্যাটিং যে ১০৫ এর বেশী করতে পারলো না তা থেকে কোন সতর্কবার্তা নেয়ই নি বাংলাদেশ ক্রিকেট টিম । রানরেট ২.৭ এর মত ছিল প্রথম ২০ ওভার ৪০ করলেও হাতে উইকেট জমা রাখতে পারলে কাজে দিত ।
ভারতের এই আনকোরা পেসাররাই হয়ে গেল বাংলাদেশের ব্যাটস্ম্যানদের যম ।
আবারও সেই ৫৮ রানের ভূত !
১০৫ রান করে তা ডিফেন্ড করেছে ভারত এবং বেশ ভালভাবেই । বড় জয়ই পেয়েছে বলতে হবে ।
ওয়ানডে ক্রিকেটে মনে হয় সবচেয়ে কম রান ডিফেন্ড করার মধ্যে এটা প্রথম ৩ এর মধ্যে থাকছে ।
ক্রিকেট এমনই । ৪৩৪ রানও চেজ করা যায় , আবার ১৭১ও চেজ করা কঠিন হয় ।
২৮৯ রানও চেজ করা যায় , আবার ১০৫ রানও পাহাড় সম হয় ।
বাংলাদেশ ক্রিকেট দলের সাথেই আছি । তাদেরকে শুধু মাথা খাটিয়ে খেলার পরামর্শ দেব ।
মন্তব্য করতে লগইন করুন