মক্তবকে টিকিয়ে রাখুন... এটা আপনার আমার ও মুসলমানের দায়িত্ব.....!
লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ০৭ জুন, ২০১৪, ০৮:৫৩:২২ রাত
মক্তবের পড়া লেখা এবং মক্তব
বিলুপ্তির পথে প্রায়.......!!
পাঠশালা কথাটির অর্থই হল পড়া লেখার
জায়গা,শিক্ষাঙ্গন,চরিত্রতার
ছোঁয়া,সমাজ,সমাজ সংস্হকার, পাঠদান
সহ যে কোনটাই বুঝি না কেন...সবার
আগেই চলে আছে মক্তব।
সেই ১৫/১৬ বছর আগের কথা,তখনকার
সমাজ ব্যাবস্হায় একটা ধর্মীয়
নীতি ছিল-প্রতেক বাড়ীতে সকল ছেলে-
মেয়ে বাচ্ছাদের কে সকালে ঘুঁম
থেকে নামাজ পড়ে মোক্তবে যাওয়া।
প্রতেক বাবা-মায়েদের এই একটা বড় গুন
ছিলো,এটা সবার জানা আছে।
তারা কতটুকু ছেলে মেয়েদের জন্য
অবদান রেখেছে শুধু সেই সব
ছেলে মেয়েরাই জানে।
শুধু সকালেই নয় সন্ধা থেকে শুরু
হয়েছে ক্লাশের পড়া-
লেখা অথবা ফাঁকে ফাঁকে বাবা মায়েদের
সাথে একটু একটু গল্প শোনা।
সবই যেন সেকালের একটা বিশালময়
এক্টিভ ইমেজের আমেজ।
আর এখন কালের বিবর্তনের
পরিবর্তনে সেই ১৫/১৬ বছরের চিত্রটুকু
হাজারে একটিও পাওয়া যায় না।
কলি যুগের পোলা পাইন সকালে উঠেই
টিভি,সিয়িয়াল,গান,বাঁজনা নিয়েই ব্যাস্ত
থাকেই।
সন্ধার সময়ে বাবা মায়েদের
সাথে চলে ছেলে মেয়েদের সাথে....
"জলসা"...আড্ডা, একের পর এক
সিরিয়াল তার পর ঘুঁম।
যাক,মক্তবের কথাই বলি,সেই
মোক্তবের চিত্রগুলি এখন আর
দেখা যায় না।আগে সব
মসজিদে মসজিদে মোক্তব থাকলেও
এখন আর নাই।
বিলুপ্তের পথেই চলতেছে প্রায়..
আসুন সবাই
মিলে মোক্তবকে টিকিয়ে রাখার
চেষ্টা করি।
#সাইদুর
বিষয়: বিবিধ
৯০৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন