গণতন্ত্রেই মুখে ফেনা তুলি, তাহা কি জানেন...?

লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ৩০ মে, ২০১৪, ০৩:৫২:৩২ দুপুর

জামাত-শিবির ও বিএনপি জোট গণতন্ত্রের আপদ-বিপদ...ইনু ??

এই প্রথম আপদ বিপদ নামে কাউকে গণতন্ত্রের দায় দিয়ে বাঁচতে শুনলাম, অবশ্য এই কথাগুলি ঐ মানুষ রুপি ** মুখে শুনতে গেলেও নিজেকে লজ্জা করে এই ভেবে যে- ছি..ছি.. আমার টিভি থেকে এই রকম আওয়াজ কেন আসতেছে।

গণতন্ত্র কি....তাহা আম্বালীগ সরকারের সব মন্ত্রী থেকে শুরু করে বালের কণাটুকু গণতন্ত্র বিষয়ে একটি কলি জানে এটা আমার কাছে না, বাংলার আমার মত ঐ গন্ড-মূর্খ লোকেরাও এক তালেই বলবে "আ'লীগের কেউ গণতন্ত্র বোঝে না"....।

আর বাংলাদেশের একসময় যে গণতন্ত্রটুকু ছিলো তাহা গত ৫ বছরে গাছের আগা থেকে মাটির নিচেই নামিয়ে দিয়েছেন আপনাদের মত ঐ চেতনাময়ী রাজনীতিবিদরা।

আপনারা রাজনীতির নামে শুরু করেছেন টাকায় কেনা অহংকার নীতি, গীবত নীতিসহ এই বাংলাকে আরো অশান্ত সৃষ্টি করার কৌশল।

আপনাদের মাথায় সব সময় চিন্তা আসে কি করে এই বাংলার দামাল ছেলেদের দিয়েই এই বাংলাদেশকে ধ্বংস করা যায়, কিভাবে অশান্তি বয়ে আনা যায়, কিভাবে মিথ্যা মামলায় অন্যকে ফাঁসানো যায়।

হযরত আদম (আঃ) থেকে শুরু করে এখন পর্যন্ত সব জালিমদের পতন হয়েছে, সময় মত আপনাদেরও হবে। আমি সহ এই এই বাংলার কোটি কোটি মানুষ তোদের পতন দেখতে সব সময় কাঁদে।

আ'লীগ সাবধান, রক্ত টগবগ করতেছে।

বিষয়: বিবিধ

৮২৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

228356
৩০ মে ২০১৪ বিকাল ০৪:৩১
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : লিখেছেন ভালোই তবে ভাষাটা আর একটু শালীন হতে হতো। তাদের মোকাবিলা তো আর রাগ দিয়ে হবে না। কৌশল অবলম্বন করতে হবে।
228364
৩০ মে ২০১৪ বিকাল ০৫:০২
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ
228803
৩১ মে ২০১৪ রাত ১০:৩৫
shaidur rahman siddik লিখেছেন : কি করবো ভাই,রক্ত টগবগ করে যে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File