---------আমরাও পারি-----------[কবিতা]
লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ১৮ মে, ২০১৪, ০৮:৫৮:৪৭ রাত
--------আমরাও পারি--------
আমরাও পারি দেখিয়ে দিতে
পাহাড়ের ঐ বিবর্ণের রঙ্গের আলো,
যত কষ্টে ছিলাম তবু হয়নি তো
আমার মুঁখটি একটু খানি কাঁলো।
আমরা পারি বাহিরে পারি ভিতরে
হিম্মত ছিলো এটাই দিন ও রাঁতে,
সব কাজটি করেছি মোড়া সময়
সাঁহশ ও সত্য মনবলেরেই সাথে।
কখনো পিছু পাঁ হতে দেখিনি শিখেছি
বড় ভাইদের কাছ থেকে একা একা,
তাইতো এবার চলে এসেছে মোদের
মাঝের প্রঁদিপের একটুখানি আলোর রেঁখা।
আমরাও পারি বাবা-মা দেশের তরে
বিলিয়ে দিতে সত্য মন-প্রাণ,
থাকবো নাকো তবুও রয়ে যাবে আমার তোমার কাছে একটু সম্মান।
আমরাও পারি রাঁজপথে পারি ঐ
কলম বই ও খাতার সাঁদা পাতায়,
যেখানে সংগ্রাঁমের ডাক দিবে তোরা
জয় করে ছাড়বই মোড়া সেঁথায়।
আমরা পারি জেলখানার ঐ মশাঁর
কাঁমড় রিমান্ডের জ্বাঁলা সইতে,
শুধুমাত্র একটিতে পারি না মোড়া
দেশের জন্য মিথ্যা কথা কঁইতে।
আমাদের ঐ একটিই আশার নেঁশা
নিয়ে নিবো মোড়া এটাই কর্ম ,
সত্যকেই করিব জয় মিথ্যাকে ফেলে
সব জায়গায় ছড়াবই ইসলাম ধর্ম।
সব টুকু করেছি মোড়া ঐ বাংলার
সুঁখটি হাসি মুখটি সহজে দেখিতে,
এখনো হারিয়ে যায়নি আল্লাহর দেওয়া দান শঁক্তিই আছে পেঁশিতে।
আমরাই পারি আমরাই পারি আমরাইতো এখন এদেশের নবীন,
জয় করে কখনো ওদের মত বলিতে চাইনা কখনো ঐনেতা ছিলো প্রঁবীন।
আমরা একদিন মুঁক্ত হব মুঁক্ত হবে এই দেশের মানুষ তোদের ভয় নাই,
তবুও সূখে দেখতে জান প্রাণ রঁক্ত বিলিয়ে দিতে এখনো মোড়া চাই।
দেখিনা সংখ্যাঁলঘু সংখ্যাঁগরিষ্ট সবার দুঃখেই আছি এই আমি,
জানবেনা কখনো দেখতেও চাবেনা কতটা কাঁদে এই মোর অন্তরজামি।
জেলে আছি ফাঁসিতে আছি আছি সবাই মিথ্যার ফাঁদের সুঁতার নিবীর,
এটাই মোদের ভাঁগ্য এটাই ছিলনা আশা এই হলাম আমরা ছাত্র শিবির॥
#সাইদুর
বিষয়: বিবিধ
১২৮৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মিছে খূঁজি বারে বার,
দোয়া মাঙ্গি প্রভূ পাঠাও আজি
ওমরকে আবার।
ভূলে যাই ওমর আমারই মত
নত করেনি কভু শির,
কোরানের রঙ্গে রাঙ্গিয়ে নিজেকে
হয়েছিল দিগ্বী বীর।
ধন্যবাদ। আমরা ও পারি কবিতার কবিখে স্বাগতম। ভাল লাগল পড়ে।
মন্তব্য করতে লগইন করুন