অন্যায় বিশেষ দিনে জায়েজ হয়ে যায়না

লিখেছেন লিখেছেন হৃদয়ে রক্তক্ষরণ ০ ২৯ মে, ২০১৪, ১০:০৬:০৬ রাত

আপনি জামাত করেন, আপনার আদরের বউ আপনাকে বলে দাড়ি কাটতে, মোমের মত গলে গেলেন, কেটে ফেললেন। বউকে বলেন ভ্রু প্লাগ করতে, চুল কাটতে, পার্লারে গিয়ে সেজে আসতে, কারণ বাসায় সামনে অনুষ্ঠান, অনেক লোক আসবে, আপনার বউকে সবার সামনে মানান্সই করে উপস্থান করতে চান, আপনাকে জিজ্ঞেস করা হল,

ভাই এই সব ইসলামে জায়েজ নেই, তবু কেন করেন, অথচ আপনি ইসলামের অনুশাসন মেনে চলেন।

উত্তর দিলেন, সবসময়তো করিনা, মাঝে মধ্যে বিশেষ অনুষ্ঠানে করি।

তাহলে বলুন, যে কাজ আপনি করেন, সে কাজে অন্যকে না করার ওয়াজ নসিহত করলে কেন আপনাকে শোনবে?

আপনার বুঝা উচিত, অন্যায় কখনও বিশেষ সময়ের জন্য জায়েজ হয়ে যায়না, আপনার বুঝা উচিত, যাদের আপনি দাওয়াত দিচ্ছেন, তারা আপনাকে অনুসরণ করে, যখনি আপনার মাঝে কথা এবং কাজের মিল খুজে না পায়, তখনি বিভ্রান্ত হয়, নয়ত দূরে সরে যায়।

আজ বেশির ভাগ দ্বীনি পরিবারে এই রকম অবস্থা, ওয়াজ করে অনেক সুনাম অর্জন করে, কিন্তু নিজের ঘর পরিবার ঠিক করার কাজে কোন খেয়াল নেই, বরং অনেক নাজায়েজ কাজ প্রিয় স্ত্রী, পুত্র কন্যার জন্য হালাল করে নেয়, নাউজুবিল্লাহ!

আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন

বিষয়: বিবিধ

১৩৮৬ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

228149
২৯ মে ২০১৪ রাত ১১:১৯
বিন হারুন লিখেছেন : আপনি জামাত করেন.
228178
৩০ মে ২০১৪ রাত ১২:২৯
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ বেশ ভালো লাগলো
228248
৩০ মে ২০১৪ সকাল ১০:৪২
হতভাগা লিখেছেন : পার্লারে কি মেয়েরা স্বামীদের পীড়াপীড়িতে সাজতে যায় , নাকি নিজে থেকেই যায় ?

মেয়েদের সব ধর্মীয় অনাচারের জন্য পুরুষদের দোষী না করলে মনে হয় জাতে ওঠা যায় না !
৩১ মে ২০১৪ বিকাল ০৪:২৯
175390
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : সহমত
228524
৩১ মে ২০১৪ রাত ১২:৪৯
পাহারা লিখেছেন : ঠিক বলেছেন।
228713
৩১ মে ২০১৪ বিকাল ০৪:৩০
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : সহমত প্রকশ করতেছি "হতভাগা" ভায়ের সাথে।
228830
৩১ মে ২০১৪ রাত ১১:৩৬
মুসাফির মাহফুজ লিখেছেন : আপনি জামত করেন । একথার মানে কি ? আপনি কি এটাই বুঝাতে চাচ্ছেন যে জামায়ােতের লোকেরা কবল দাড়ি কাটে, তাও আবার বউয়ের কথায় । আমার মনে হয় আপনি যে স্থান থেকে কথাটা বলছেন তা ঠিক হচ্ছে না ।
০১ জুন ২০১৪ রাত ০৪:১৫
175534
হৃদয়ে রক্তক্ষরণ ০ লিখেছেন : হয়ত ঠিক হচ্ছেনা, আবার না বলেও পারছিনা, বেশ কিছু জামাতী পরিবারে এই সব ঘটনা ঘটতে দেখে বিরক্ত হয়ে গেছি।
229791
০২ জুন ২০১৪ রাত ১১:২৫
ওয়াচডগ বিডি লিখেছেন : আল্লাহ যেন তাদের কে হেদায়েত দান করেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File