শাপলা চত্বর শাপলা চত্বর, একটি বিভীষিকাময়

লিখেছেন লিখেছেন হৃদয়ে রক্তক্ষরণ ০ ০৫ মে, ২০১৪, ০৭:২৭:৪৭ সন্ধ্যা

শাপলা চত্বর শাপলা চত্বর, একটি বিভীষিকাময় শব্দ, এটা নিয়ে এতো বেশি লেখালেখি হচ্ছে যে আমি আর বিশেষ কিছু লিখার উপাদান পাচ্ছিনা, তবে একটু স্মৃতিচারণ করতে চাই। ২০১৩, মে মাসের এশাপলা চত্বর শাপলা চত্বর, একটি বিভীষিকাময়ক তারিখ ছয় মাস কারাবরণ করার পর আল্লাহর অশেষ মেহেরবানীতে জামিনে মুক্তি পাই, ঢাকায় একদিন থেকে গ্রামের বাড়িতে যাই।

৫মে রাত বাড়তে থাকে, আর ফেসবুকের কল্যাণে একের পর এক খবর আসতে থাকে, মধ্যরাত্রিতে ঘুমিয়ে পড়ি। সকাল বেলা ঘুম থেকে উঠে ফেসবুকে যা দেখি যা পড়ি, লাশের মিছিল, বিডিয়ার হেড কোয়ার্টারে ট্রাকভর্তি লাশ, তাতে মাথা ভনভন করে ঘুরতে থাকে, আর গলা কাটা মুরগীর মত ছটপট করতে থাকি, এটা কি হল, কেন হল, আমার কি করা উচিত, ভেবে কুল পাচ্ছিলাম না।

গ্রামের যার কানে খবরটি গেল সেই অশ্রু ভেজা কন্ঠে বলে উঠল দাড়িওয়ালা হুজুরদের মারতে ঐ পাষানগুলোর বুক এতোটুকু কাপলনা! দুহাত তুলে আল্লাহর কাছে এই সরকারের গজব পড়ে মৃত্যু কামনা করল, তবে কিছু আওয়ামীলিগের কট্টর সমর্থক ছাড়া।

কারাগারে বসে দেশবাসির সাথে আমিও আশায় বুক বেধেছিলাম, ইসলাম বিরোধিদের একটা জবাব তারা দিবে, নাস্তিক্যবাদের আসরগুলো সমূলে ধংস করে দেয়া হবে, যেমন করে আল্লাহর রাসুল (সঃ) কাবা ঘরের তিনশত ষাটটি মূর্তি ভেঙ্গে চুরমার করে দিলেন, তাওহীদের ঘোষনা দিলেন। কিন্তু হয়ত আল্লাহর ইচ্ছা ছিলনা, এতো তারাতারি বিজয় দান করবেন।

আল্লাহ রাব্বুল আলামিন যা করেন, তা বান্দার জন্য আপাত দৃষ্টিতে কষ্টকর হলেও অদুর ভবিষ্যতে তা কল্যান নিয়ে আসে, আমরা তা বুঝিনা। হেফাজত যে অবস্থায় ঢাকায় এসেছে, তাতে হ্যত তারা জয়লাভ করত, কিন্তু এই জয় ধরে রাখার মত সক্ষমতা তাদের ছিলনা। এটা আমার একান্ত ব্যক্তিগত উপলব্দি, এই সম্পর্কে আল্লাহ অধিক ভাল জানেন।

সর্বশেষ একটি কথাই বলব, রাতে আধারে মাদ্রাসা শিক্ষক ছাত্র সহ নিরপরাধ, আল্লাহ ভীরু ধর্মপ্রাণ মানুষদের যারা হত্যা করেছে, তারা কোনদিন শাস্তি থেকে পার পাবেনা, আল্লাহ হয়ত এই জমীনে তাদের শায়েস্তা করবেন, নয়ত কিয়ামতের কঠিন আজাব তাদের জন্য প্রস্তুত করে রাখবেন।

বিষয়: বিবিধ

১০৯৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217833
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
পুস্পিতা লিখেছেন : হেফাজতের সাময়িক ও তাৎক্ষণিক আন্দোলন আবারও প্রমাণ করেছে এদেশের সিংহভাগ মানুষ ইসলামবিদ্বেষীদের ঘৃণা করে। ধর্মনিরপেক্ষতাবাদীরা যতই আস্ফালন করুক, ওদেরকে এদেশের মানুষ পছন্দ করেনা। যদি সঠিক নেতৃত্ব পাওয়া যায় এদেশের মানুষ আবারও ইসলামকে সামনে রেখে ঐক্যবদ্ধ হবে।
০৬ মে ২০১৪ রাত ১২:১৫
166040
ইবনেআদম লিখেছেন : তবে সবার আগে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হতে হবে। আজ কেউ কেউ বিক্রি হয়ে যাচ্ছেন-এই সব খবরে আমরা দুঃখ পাই।
217847
০৫ মে ২০১৪ রাত ০৮:১০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ৫ মে থেকে শুধুই লাশ পাওয়া গেছে কিন্তু প্রথমে ভেবেছিলাম দেশে বুঝি ঐক্যের একটা পথ হলো কিন্তু না বাস্তবে শুধুই লাশ।
আল্লাহ সকল শহীদকে কবুল করুন। .. আমিন
217857
০৫ মে ২০১৪ রাত ০৮:২৬
হৃদয়ে রক্তক্ষরণ ০ লিখেছেন : আমরা জানি অত্যাচার যত তীব্র হয়, সত্যের বিজয় তত ত্বরান্বিত হয়, কিন্তু হেফাজত গুটিয়ে যাওয়াতে সব আশা হতাশায় রুপ নিল
217884
০৫ মে ২০১৪ রাত ০৯:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হেফাজতে ইসলাম নিয়ে অনেক কথাই হচ্ছে কিন্তু একটি কথা নিসন্দেহে বলা যায় তাৎক্ষনিক ভাবে গনজাগরন মঞ্চ এর নামে দেশে যেভাবে দেশে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা পাচ্ছিল তাকে কঠোরভাবে প্রতিরোধ করেছে হেফাজত।
217906
০৫ মে ২০১৪ রাত ০৯:৫৯
হতভাগা লিখেছেন : Hefazath is a dead meat
218133
০৬ মে ২০১৪ বিকাল ০৪:১৮
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : "৫ মে থেকে শুধুই লাশ পাওয়া গেছে কিন্তু প্রথমে ভেবেছিলাম দেশে বুঝি ঐক্যের একটা পথ হলো কিন্তু না বাস্তবে শুধুই লাশ।"
১০০% সহমত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File