যা রটে, তা কি ঘটে??????
লিখেছেন লিখেছেন হৃদয়ে রক্তক্ষরণ ০ ২৯ মার্চ, ২০১৪, ১১:১৭:৫৯ সকাল
আমার চাচাতো বোন, বয়সে আমারা দুজন প্রায় সমান। তার বিয়ে হয়েছে ৪ বছর আগে। দুটি ছেলে সন্তান আছে। তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা বলবো, আল্লাহ্ আমাকে তাওফিক দান করুন-
সাত আট বছর আগে একদিন তার মায়ের সাথে কোন ব্যপার নিয়ে ঝগড়া ঝাটি হয়, রাগ বশত এক পর্যায়ে তার মা তাকে হাতের ঝারু দিয়ে আঘাত করে, এতে সে ক্ষিপ্ত হয়ে সেদিন ঘর থেকে বের হয়ে যায়, যাওয়ার সময় কেও তাকে দেখেনি।
চাচি ভেবেছে, রাগ করে হয়ত ঘরে শুয়ে আছে, বিপত্তি ঘটল সন্ধ্যা বেলায়, যখন তাকে ঘরে পাওয়া গেলনা, বাড়ির কোথাও পাওয়া গেলনা, বাড়ি গ্রাম, আত্মীয় স্বজন সবার বাড়ীতে খোঁজ লাগানো হল, কারও বাড়ীতে যায়নি, তাহলে গেলো কোথায়! চাচীর দুশ্চিন্তা বেড়ে গেলো, তিনি ভয় পেয়ে গেলেন, কারণ আমার চাচাতো বোনটি একটু বেশি রাগী ছিল, মেয়েটা কোন দুর্ঘটনা করে বসলনাতো!
মুহূর্তের মধ্যে খবরটি রাষ্ট্র হয়ে যায়, মানুষের মুখ দিয়ে খৈ ফুটতে শুরু করে, তালকে তিল তিলকে তাল করার মতো একটি ইস্যু পাওয়া গেলো। কেও বলল, এতো বড় মেয়ে কোথায় যাবে, আরে দূর তোরা যতো কথাই বলিস, পালিয়ে বিয়ে করে ফেলেছে, গ্রামের মান সম্মান সব গেলো, কেও বলল, কেও তুলে নিয়ে গেছে, তারপর মেরে ফেলেছে, কেও বলল, সন্ধ্যা বেলায় রাস্তায় একা পেয়ে জিনেরা নিয়ে গেছে, বিয়ে করার জন্য। এই ভাবে চলতে থাকে তাদের মুখরোচক গল্প।
কোথাও না পেয়ে ধরনা দিতে হয় দরবেশ, কবিরাজের কাছে। লোকজন বিভিন্য কবিরাজের কাছে হাজির হল, বাবা বলল, হক মাওলা ইল্লাললাহ, বল তোদের কি সমস্যা। তারপর ঘটনা বলা হল, এইবার দেখা যাক বাবারা কি বললেন-
এক কবিরাজ বলল, সে আর এখন মাটিতে নেই, পরীরা তাকে নিয়ে আকাশে ঘুরে বেড়াচ্ছে, কবিরাজ স্পষ্ট দেখেছে, মেয়েটির শরীর ক্লান্ত, মুখ দিয়ে লালা পরছে, ভাবলেশহীন ভাবে তাকিয়ে আছে। তবে মেয়েটির পরিবার যদি চায়, আমি আমার অলৌকিক ক্ষমতা দিয়ে মাটিতে নামিয়ে আনতে পারি।
অন্য কবিরাজ বলল, একটি পুরুষ জিন তাকে বিয়ে করতে চায়, সন্ধায় রাস্তায় একা পেয়ে তাকে ধরে নিয়ে যায়, এবং আমাদের বলেছে মেয়েটিকে সে বিয়ে করবে। বেশি দূরে নয়, বাড়ির আশে পাশে সে ঘুরা ঘুরি করছে।
আরেক কবিরাজ বলল, প্রেমিকের সাথে পালিয়ে গেছে, তারা বিয়ে করে অনেক দূরে অবস্থান করছে।
চাচি আমায় ডেকে নিয়ে বলল, বাবা, জীবনে কখনও কবিরাজের কাছে যাইনি, বিপদে পড়লে মানুষের ইমান হালকা হয়ে যায়, তুমিও একটু কোন কবিরাজের কাছে গিয়ে দেখনা, কোন সন্ধান পাওয়া যায় কিনা।
পরের সন্ধায় আমার ঘরের পিছনে জ্যাঠাত ভাই দেখতে পেলেন, চাচাতো বোনের মতো কেও বসে কাঁদছে, কাছে যেতেই কুকুর হয়ে পালিয়ে যায়। অদ্ভুত ব্যপার! মানুষ কুকুর হয়ে যাওয়া।শুনে সবাই কান্না কাতি শুরু করল।
এরি মাঝে বাড়ীতে এসে উপস্থিত হল এক ভাগ্নী, সে এমন এক সংবাদ দেয় সবাইকে, যাতে সবাই থ হয়ে যায়, সবার মুখে লাগাম পড়ে যায়, কুকুর হয়ে যাওয়া,আকাশে পরির সাথে ঘুরে বেড়ানো, জিনের সাথে বিয়ে, পালিয়ে বিয়ে সম্পন্ন, সকল গুজবের ডাল পালা লজ্জায় সংকুচিত হয়ে আসে লজ্জাবতী লতার মতো!
আসল ঘটনা হল, রাগ করে সোজা পাশের গ্রামে তার বান্ধবীর বাসায় চলে যায়। ভাগ্নি তাকে দেখেছে, কথা বলেছে। ভাগ্নি তখন জানতোনা, তার খালাম্মা বাড়ি থেকে না বলে এসেছে।
মানুষের একটা প্রবণতা আছে, কোন কিছু শুনেই মন্তব্য করে বসা, প্রকৃত ঘটনা যাচাই বাচাই না করেই, যা কখনো উচিৎ নয়।
চাচাতো বোনটি বাড়ি ফিরে আসে, স্বাভাবিক জীবন যাপন করে বটে, আরোপিত অপবাদ গুলো মন থেকে মুছে ফেলতে পারেনা, ক্ষণে ক্ষণে মনে পড়ে যায়, চাপা কষ্ট বয়ে বেড়ায়, মাথায় ঘুরে ফিরে একটি প্রশ্ন কেন এমন হয়!
বিষয়: বিবিধ
১৫৬০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাস্তবতা প্রমানের জন্য ধন্যবাদ।
ধন্যবাদ। অপসংস্কৃতির গভীরে হাত দিয়েছেন।
মন্তব্য করতে লগইন করুন