একটি আবেগি ও অবিবেচক সিদ্ধান্তঃ
লিখেছেন লিখেছেন হৃদয়ে রক্তক্ষরণ ০ ২৫ মার্চ, ২০১৪, ০৫:১১:০০ বিকাল
একটি আবেগি ও অবিবেচক সিদ্ধান্তঃ
দুজন দুজনায় মত্ত হয়ে, ভালবাসার মান রক্ষা করতে গিয়ে, মাতা পিতা, ধর্মীয় ও সামাজিক বিধি নিষেধ ভুলে গিয়ে তরুণ তরুণীরা যে সিদ্ধান্ত নিয়ে থাকে, তা হচ্ছে পালিয়ে বিয়ে করা। যার ফল কখনো ভালো হয়নি, ভালো হয়না, কোন দিন হবেওনা। যারা এই ধরণের কাজ করেছে তারাও কখনো অন্যকে এই কাজ করতে বলবেনা।
এই একটি অবিবেচক, আবেগশোলভ সিদ্ধান্ত একটি পরিবারের জীবন প্রবাহকে দুর্বিষহ করে তুলে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশি, সমাজের কাছে পরিবারটিকে ছোট হয়ে থাকতে হয়, অন্য ভাইবোনদের বিয়ে শাদীর ক্ষেত্রে সমস্যা হয়। একটি মানুষ পালিয়ে গিয়ে পরিবারের বাকি সবাইকে দুঃখের সাগরে ভাসিয়ে যায়। অপমান অপদস্থ হওয়ার পথকে করে যায় আরও প্রশস্ত। যার গ্লানি টানতে হয় বছরের পর বছর।
ছোট ভাই বোনদেরকেও বাবা মা তেমন বিশ্বাস করতে পারেনা। বাবা মার উঠতে বসতে সন্দেহ করতে দেখে তারা মানুষিক ভাবে ভেঙ্গে পড়ে। কারও সাথে মাথা উচু করে কথা বলতে পারেনা। এই ভয়ে যে, কেও বলে বসে, ‘এতো ভালো কথা বলিস যখন, তাহলে তুর বোন/ভাই/, ছেলে/ মেয়ে ঘর থেকে পালিয়ে যায় কেন’!
যে পালিয়ে গেলো, সে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করে, যদিও কখনো কখনো নিজেকে সবার সামনে সুখি হিসেবে জাহির করার চেষ্টা করে। কারণ বুঝে করুক বা না বুঝে করুক, ভুলটা তারই, তাই এই লুকোচুরি!
আসুন, বেশি আবেগ তাড়িত না হই, সঠিক সিদ্ধান্ত নেই, পরিবারকে বাচাই, সমাজকে বাচাই, নিজেকে বাচাই।
বিষয়: বিবিধ
১৩০৪ বার পঠিত, ৯ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন