স্বাধীনতা

লিখেছেন লিখেছেন হৃদয়ে রক্তক্ষরণ ০ ১২ মার্চ, ২০১৪, ০৬:৫২:২০ সকাল

যারা হাঁটতে বসতে স্বাধীনতার বানী মুখে আওড়াচ্ছে, উপর দিয়ে পানি ঢেলে নিচ দিয়ে কেটে দিচ্ছে ( দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অন্যের কাছে বিকিয়ে দিচ্ছে) আমি তাদের দলে নই।

আমি তাদের দলে যারা মুখে নয়, সদা সর্বদা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ন হয়েছে।

হে প্রিয় দেশ বুঝতে পারছ কি তারা তোমায় ঠকাচ্ছে?

বুঝে নাও, সময় বেশি নেই, তা না হলে তাদের গলাবাজী, চামচামি, ইতরামি, চাটুকারিতা অনেক দূর গড়াবে, বুঝতে কষ্ট হবে কে সত্যিকার দেশপ্রেমিক, স্বাধীনতার পক্ষের শক্তি, আর কে বিরোধী।

বিষয়: বিবিধ

৮৫৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191042
১২ মার্চ ২০১৪ সকাল ১১:০৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাল লাগলো, ধন্যবাদ সুন্দর লেখার জন্য
194784
১৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৭
মিরন লিখেছেন : সবার মধ্যে দেশ প্রেম জগ্রত হলে সাধিনতা সার্বভৌমত্ব ও মানুষের অধিকার সংরক্ষিত হবে। আমরা সেই মহিন্দক্ষনের প্রতিক্ষায় পথ চেয়ে আছি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File