সেকেলে ভাবনা
লিখেছেন লিখেছেন হৃদয়ে রক্তক্ষরণ ০ ১১ মার্চ, ২০১৪, ০৭:১৭:১৮ সকাল
কাল সন্ধায় আমার ছোট বোন আমাকে মিস কল দেয়, সাথে সাথে ব্যাক করি, শুরুতেই তার কথা শুনে কিছুটা থতমত খেয়ে যাই, মনে হল something is wrong! উদ্বিগ্ন কন্ঠে জিজ্ঞেস করলাম, কি হল, ধরা গলায় বলল, না কিছুনা ভাল আছি, তার জবাবে খুশিতে হতে পারলাম না। আবারও জিজ্ঞেস করি কোন সমস্যা হয়েছে কিনা?
ভাইয়া, নাবালক মেয়েদের ভিডিও ইসলামী গান শুনলে কি গুনা হয়?
না, কিন্তু কেন কি হয়েছে?
আমি একটা ছোট বাচ্চা মেয়েদের ইস্লামি গানের ক্যাসেট নিয়ে এসেছি, আজ দেখি কে যেন ভেঙ্গে ফেলেছে।
উল্লেখ্য যে, তার স্বামী দেবর দুজনি তাবলীগ জামাত করে, তার দেবর এটাও বলেছে, পত্রিকায় ছবি থাকে, তাই পত্রিকা পড়া হারাম, টিভিতে ছবি দেখানো হয়, তাই টিভি দেখা হারাম।
তার ধারনা, এটা দেবরের কাজ, আমি তাকে বললাম, তুই কিছু বলিস না, চুপ থাকিস, আর বললাম, ইসলাম যুগোপযোগি ধর্ম, সেকেলে সব চিন্তা ভাবনা নিয়ে যুগ যুগ ধরে চলতে থাকবে তার কোন মানে হয়না। তোর দেবরের কি দোষ, তাকে যেভাবে মন্ত্র তন্ত্র দেয়া হয়েছে, সে সেভাবে গ্রহন করছে, অন্যকে তাই বুঝানোর চেষ্টা করছে, ক্যাসেট দেখা এমন কোন জরুরী বিষয় নয় যে দেখতেই হবে, তাই আপাতত নাই দেখলি।
ইস্লামকে কখনও কখনো এমন কঠিন করে মানুষের সামনে তুলে ধরা হয়, যাতে এই সব কঠিন নিয়ম কানুন দেখে মানুষ ভয়ে পালিয়ে যেতে পারে, তাদের বুঝা উচিত, সেকেলে চিন্তা ভাবনা ইস্লামকে অন্যান্য ধর্মের মোকাবিলায় অনেক দূরে ঠেলে দিচ্ছে, যদি তাদের বোধেদয় ঘটেতো ভাল, নয়ত যথাতথা......
বিষয়: বিবিধ
১১৪৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন