লজ্জাবতী

লিখেছেন লিখেছেন হৃদয়ে রক্তক্ষরণ ০ ১০ মার্চ, ২০১৪, ১২:১০:০০ রাত

লজজাবতি নাম তার

ভীষণ লজজা পায়

লজজায় তার জীবন যাপন

লজজায় হাবুডুবু খায়।

এতো এতো লজজা তার

ঘোমটা সরাতে না চায়

তার সাথে কথা বলা

হলো যে ভীষণ দায়।

নদীর ধারে হাঁটতে গিয়ে

হঠাৎ থমকে দাড়াই

একটি লতা আমায় দেখে

ঘোমটা টানে মাথায়

আমি তাকে দেখেছি তাই

লজজার যেন সীমা নাই

সধাই আমি কি নাম

কি তার পরিচয়

বলে, আমার নাম লজজাবতি

তাই সবাই কয়।

তুমি একটা বৃক্ষলতা

লজজা কি খুব দরকার

লজজা থাকা যাকে মানায়

তারতো খবর নাই

লজজা হলো নারীর ভূষণ

সরব জনের জানা

সব খানেতে ছড়িয়ে আছে

নিরলজজতা বেহায়াপনা

লজজাবতি দেখলে তোমায়

ভীষণ আশা জাগে

তোমার থেকে শিখবে নারী

লজজা বলে কাকে!!!!!!!

বিষয়: বিবিধ

১৩৪৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

189707
১০ মার্চ ২০১৪ রাত ০৪:০৫
মিডিয়া ওয়াচ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
189797
১০ মার্চ ২০১৪ সকাল ১০:১৬
সজল আহমেদ লিখেছেন : ভাল লাগল।
194780
১৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৯
মিরন লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File