'ভেলেন্টাইন ডে "ভালোবাসা দিবস"
লিখেছেন লিখেছেন স্বপ্ন নীল ১৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:৩২:৩৯ রাত
অনেক অনেক অনেক লেখা দেখলাম। কারো লেখা তে এই দিবস নিয়ে আক্ষেপ, আবার কারো আবার হতাশা, দিবস নিয়ে চিন্তা ভাবনা, ভালোবাসার মানুষ না থাকার কারনে সামনের দিকে তাকিয়ে অপেক্ষা।
আক্ষেপ কিসের জন্য ? ভালোবাসার মানুষ নেই সে জন্য ? নাকি ভালোবাসা দিবস বলে নামটা তেই ?
যাদের ভালোবাসার মানুষ আছে? তারা এস্পেসাল ভাবে না হয় উপভোগ করুক দিন টিকে। পার্কে গিয়ে হাত ধরে ঘুরঘুরি, একান্তে বসে সময় কাটানো প্রতিদিন এর রুটিন মাফিক ভালোবাসার চেয়ে একটু বেশীই হোক না কেন দিন টিতে। অন্ধকার কোন রেস্টুরেন্ট এ কিছু সময় কাটানো, নির্জনে হারিয়ে যাওয়া অথবা লিটনের ফ্ল্যাট। সমস্যা কি! ভালোবাসা দিবস বলে কথা। স্মরণীয় করে তোঁ রাখতেই হবে নাকি।
ভালো যখন বাসিস সেহেতু মানুষটিকে তোঁ বিশ্বাস এই করিস। তাই না ? তাহলে ভয় পাওয়ার কিছু নেই। ভালোবাসার মানুষটিকে একটু এস্পেসাল অনুভূতি এনে দিতে করতে পারিস এমন কিছু পাগলামি যা মনে করিয়ে দেবে ভবিষ্যতের এই দিন টিকেই।
আর যারা আক্ষেপ দেখাচ্ছেন। সচেতনতা মুলক পোস্ট দিচ্ছেন। আপনাদের একটা কথা আমার ছোট্ট মাথায় ধরতে সে না। আপনারা এতোঁ ভালো কবে থেকে হইলেন ? রাত ভোর জেগে জেগে যখন লুচ্চামি করেন ফোনে জী এফ এর সঙ্গে এবং ফেসবুক এ চ্যাট এ অন্য এক বা একাধিক মেয়ের সঙ্গে তখন তোদের আক্ষেপ গুলা কোথায় থাকে। সচেতন হয়েও যখন অচেতন তুই ভালোবাসার মানুষটিকে খোঁজার জন্য । রাস্তায় রাস্তায় ঘুরিস ফেসবুক এ লুলামি করিস তখন তোদের সচেতনতা কি বস্তা বন্দি হয়ে থাকে ?
আক্ষেপ আমার ভালোবাসার প্রতি না। আক্ষেপ আপনাদের প্রতি ও না। আক্ষেপ আমার দিবস কেন্দ্রিক ভালোবাসার প্রতি। ভালোবাসা হয় মন থেকে। ভালোবাসা দিবস শুধু মাত্র নতুন অনুভূতি প্রকাশ করার একটি মাদ্ধম, যেখানে মানুষটিকে নতুন করে চেনার একটা সুযোগ তৈরি হয় । এটা শুধু মাত্রই উপলব্ধি এর ব্যাপার। কি ভাবে নিবেন না নিবেন পুরোপুরি আপনার এবং আপনার ভালোবাসার মানুষটির উপড়ে নির্ভর করে। সুন্দর সময় কাঁটিয়ে, সময় টিকে স্মরণীয় করে রাখতেই পারেন আপনি। অথবা একটা অশ্লীল অশালীন পরিস্থিতি আপনিই তৈরি করতে পারেন। যা আপনাদের দু জনের ইচ্ছার উপর নির্ভর করে। আপনি ও সচেতন এবং আপনার সঙ্গী ও সচেতন তোঁ যা কিছুই হোক দায়ভার কিন্দু দুজনেরই ।
ভালোবাসা দিবস
ভালবাসেন যখন কাওকে না কাওকে তখন দিবসটিকে স্বাভাবিক ভাবেই নেওয়া উচতি। নতুন করে জানার নতুন করে চেনার একটা সুযোগ দেয়া উচিৎ । ভালো জিনিস টা সবার কাছেই ভালো লাগবে এমন না । তবে যদি আপনাদের চিন্তা ভাবনা ভালো হয়, যদি আপনি ভালো হয়ে থাকেন তাহলে সব জিনিস গুলোই ভালো লাগবে আপনার। পৃথিবীর সব সৃষ্টির যেমন রয়েছে গুরুত্ব এবং প্রয়োজন তেমনি প্রতিটা দিবস এর ও রয়েছে সমান গুরুত্ব এবং প্রয়োজন। যে যে ভাবে নেয় ভালো অথবা খারাপ।
এই তোঁ "ভালোবাসা দিবস" শুভেচ্ছা এবং শুভ কামনা এবং ভালোবাসা রইল সব্বার প্রতি।
বিষয়: বিবিধ
১৭৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন