অপ্রিয় কথা: ইসলাম ও মুসলিম
লিখেছেন লিখেছেন পদ্ম পাতা ১২ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:৫৬:১৫ সকাল
--------------------------
আবদুস শহীদ নাসিম
১০/০৯/২০১৪
----------------------
০১. মুসলিমরা যা বলে তা ইসলাম নয়,
বরং আল্লাহ এবং তাঁর রসুল সা যা বলেছেন তাই ইসলাম।
০২. মুসলিমদের কাজ ইসলামের নমুনা নয়,
বরং আল্লাহ এবং তাঁর রসুল সা যা করতে বলেছেন সেটাই ইসলামের কাজ।
০৩. মুসলিমদের লেখা বই-পুস্ত্ক ইসলামের ভাষ্য নয়,
ইসলামের ভাষ্য হোল কুরআন-হাদিস।
০৪. কারো কথা, কাজ ও লেখা ইসলামের ভিত্তি নয়,
বরং যেসব কথা, কাজ ও লেখার ভিত্তি কুরআন-হাদিস
সেগুলোই ইসলামি কথা,কাজ ও লেখা।
০৫. জন্ম সূত্রে কেউ মুসলিম হয়না, বরং মুসলিম হন তিনি
যিনি জেনে বুঝে ঈমান ও ইসলাম গ্রহণ করেন।
০৬. বাপ-দাদা মুসলিম বলে কেউ মুসলিম নন,
বরং তিনিই মুসলিম যিনি মুসলিম হয়েছেন।
০৭. আল্লাহর অবাধ্য ও বিপথগামী ব্যক্তি মুসলিম নয়,
বরং আল্লাহর আদেশ-নিষেধের অনুগত ও
তাঁর রসূলের অনুসারী লোকেরাই মুসলিম।
০৮. যে ইসলামকে জানেওনা মানেওনা সে মুসলিম নয়,
বরং যিনি ইসলামকে জানেন এবং মানে্ন তিনিই মুসলিম।
০৯. যে ইসলামকে জানে কিন্তু মানেনা সে মুসলিম নয়,
বরং যিনি ইসলামকে জানেন এবং মানে্ন তিনিই মুসলিম।
১০. মুসলিমকে চেনার উপায় হোল নামাজ পড়া।
১১. মুসলিমের কাছে সর্বাধিক প্রিয় তার মহান প্রভু আল্লাহ।
১২. মুসলিমের অনুসরনীয় আদর্শ মুহাম্মদ রসুলুল্লাহ সা ।
==================
বিষয়: বিবিধ
৯৭৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ শেয়ার করার জন্য।
মন্তব্য করতে লগইন করুন