ইসলামের নামে বানোয়াট কাহিনী(পর্ব০৩)
লিখেছেন লিখেছেন পদ্ম পাতা ২৯ মে, ২০১৪, ১১:২৭:৪০ সকাল
ঢিলা কুলুপের মর্যাদা(!) নিয়ে ১টা গল্প আছে।
১ বুজুর্গ লোক প্রত্যেকদিন নদির পানির উপর জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে। লোকটা এই কাহিনি তার বউকে বলল। শুনে উনার বউ বলল "এর পিছনে আমারও অবদান আছে।'
"আমার ইবাদাতে তোমার অবদান থাকবে কিভাবে????"
"আগামি কালেই বুঝবেন"
পরের দিন বুজুর্গ যেই জায়নামাজ নদিতে বিছিয়েছে তখনি তা ডুবে গেলো।তখন তার স্ত্রীর সে কথাটা মনে পড়লো । সে বউয়ের কাছে ছুটে গেলো । বলল" বলত আজ আমার এমন কেন হল??"
স্ত্রী বলল" সকালবেলা আমি ঢিলা কুলুপ না করেই ইস্তেঞ্জা করেছি।তারপর ফজরের নামাজ পড়িনি, এরপর রান্না করেছি।তাই খাদ্য হালাল হয়নি। সে হারাম খাদ্য খেয়ে তুমি নামাজ পড়েছ , তাই তোমার নামাজ হয়নি। আর তোমার জায়নামাজ ডুবে গেছে।"
কল্পনা করতে পারেন??? কত বড় গাজাখোরি গল্প????
***** ১ম কথা হল সে নদিতে নামাজ পড়তে যাবে কেন????? নামাজ তো পড়বে মসজিদে। হাদিস, কোরানের কোথাও পাইছেন আল্লাহর রাসুল বা সাহাবারা নদিতে নামাজ পড়ছে ????? এই আজব সিস্টেম কে আবিস্কার করলো?????
****মহিলা যে পদ্ধতিতে খাবার হারাম করলো এই ভাবে কি খাবার হারাম হয়????? আর যে মহিলা স্বামীর বুজুর্গি নষ্ট করার জন্য নামাজ ছেড়ে দেয় তার ইমান আছে??????
এইসব বানোয়াট কাহিনী যারা বলে তাদের ধরে সকাল-বিকাল নিয়ম করে থাপড়ানো উচিত.........
বিষয়: বিবিধ
১৪৫৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার পক্ষথেকে বাম হাত দিয়ে বাম গালে একটা কশে চর দিবেন...
জ্বলন্ত আগুনের ভিতর জায়নামাজ বিছায়ে নামাজ পড়ার মতো কোন বুজুর্গ নাই তাদের গল্পে, যে বৌর এস্তেঞ্জা না করার কারণে আগুনে পুড়ে মরেছে?
ভাইরে জীবনটা লাইফের মত যেমনি গল্পটাও তেমনি।
মন্তব্য করতে লগইন করুন