ভাল লাগা কবিতা ১

লিখেছেন লিখেছেন পদ্ম পাতা ০৯ মে, ২০১৪, ০৭:১৫:৩২ সকাল

একটি সনেট

কবি আল মাহমুদ

কোনো এক ভোরবেলা রাত্রি শেষে শুভ শুক্রবারে

মৃত্যুর ফেরেস্তা এসে যদি দেয় যাওয়ার তাগিদ

অপ্রস্তুত, এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে

ভালো মন্দ যা ঘটুক মেনে নেব এ আমার ঈদ।

ফেলে যাচ্ছি খড়কুটো, পরিধেয়, আহার, মৈথুন---

নিরুপায় কিছু স্মৃতি, কিছু নাম কিংবা কিছু নয়,

অশ্রুভারাক্রান্ত চোখে জমে আছে শোকের লেগুন

কার হাত ভাঙে চুড়ি ? কে ফোঁপায় ? পৃথিবী নিশ্চয় ;

স্মৃতির মেঘলা ভোরে শেষ ডাক ডাকছে ডাহুক ?

অদৃশ্য আত্মার তরী কোন ঘাটে ভিড়ল কোথায় ?

কেন দোলে হৃদপিণ্ড আমার কি ভয়ের অসুখ ?

নাকি সেই শিহরণ পুলকিত মাস্তুল দোলায়!

আমার যাওয়ার কালে খোলা থাক জানালা দুয়ার

যদি হয় ভোরবেলা স্বপ্নাচ্ছন্ন শুভ শুক্রবার।

. ****************

বিষয়: বিবিধ

১৮৪৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219330
০৯ মে ২০১৪ সকাল ০৭:৩১
পরিচিত লিখেছেন : শেয়ার করার জন্য ধন্যবাদ---
219402
০৯ মে ২০১৪ দুপুর ১২:১৪
আবু বকর সিদ্দিক লিখেছেন : আল মাহমুদের কবিতা মানেই অসাধারণ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File