জাফর ইকবাল ও আল্লামা ইকবাল
লিখেছেন লিখেছেন পদ্ম পাতা ২১ এপ্রিল, ২০১৪, ০৪:৩৪:৫৬ বিকাল
হাশরের ময়দানে জাফর ইকবাল ও আল্লামা ইকবালের (র) অবস্থান একটু চিন্তা করে দেখুন। তাহলেই জাফর ইকবালকে নিয়ে আপনার আর কথা বলতে ভালো লাগবে না। একটা উদাহরণ দেইঃ
আল্লামা ইকবাল লিখেছেন,
“তব নাম লয়ে লড়িয়াছি একা
মুসলিম আমি অমিতবল।
কখনো মেতেছি ভূতলে সমরে
আলোড়িয়া কভূ সিন্ধুজল।
আজান দিয়াছি উচ্চে কখনো
গির্জা শিখরে ইউরোপের।
দাঁড়ায়ে বক্ষে আফ্রিকার
তপ্ত সাহারা মরুভূমের।
আর জাফর ইকবাল লিখেছে, “তোমরা যারা শিবির কর”
আর কিছু বলবনা।
বিষয়: বিবিধ
১৯০৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর জাফর ইকবাল লিখেছে, “তোমরা যারা শিবির কর”
যুবসমাজকে নৈতিকতায় উন্নত করে তুলতে আল্লামা ইকবাল ও ডাঃ লুতফর রহমান এর সাথে জুড়ে দেয়া আমাদেরই দায়িত্ব!!
জাফর ইকবাল........
কোথায় মহারাণী আর
কোথায় চাকরাণী।
সম্মানী মানুষের সাথে অসম্মানী মানুষের তফাৎ করতে নেই। এতে অসম্মানী মানুষ গর্বিত হয় আর সম্মানী মানুষ অপমানিত হয়। অনেক ধন্যবাদ
আলোড়িয়া কভূ সিন্ধুজল।
আজান দিয়াছি উচ্চে কখনো
গির্জা শিখরে ইউরোপের
চমৎকার ভালো লাগলো।
তোমরা যারা শিবির কর,
কোরান হাদিশ আঁকড়ে ধর৷
খোদার পথে অটল থাক,
তাহার প্রতি আস্থা রাখ৷
তবে কমন হত?
মন্তব্য করতে লগইন করুন