নারী দিবসঃ আল্লাহ যাকে সালাম দিয়েছেন।
লিখেছেন লিখেছেন পদ্ম পাতা ০৮ মার্চ, ২০১৪, ০১:৫৯:১৩ দুপুর
তিনি সমানাধীকারের দাবি নিয়ে বের হননি। তিনি তার চাইতেও বড় মহৎ কাজে বেরিয়েছিলেন। এত বড় মহৎ কাজ পৃথিবীতে কোন নারী কখনো করার সুযোগ পাননি। আর পাবেনও না। তিনি রাতের বেলা বেরিয়েছিলেন। হাতে ছিলো একটি ব্যাগ। ভিতরে কিছু দানা-পানি। গন্তব্য একটি পাহাড়ের চূরা। খাড়া পাহাড়। অনেক কষ্ট করে উঠতে হয়। তিনি তার গন্তব্যে পৌছে এমন এক কথা শুনতে পেলেন, যা শুনেই তিনি কাঁদতে লাগলেন। কিন্তু আমি জানি, শুধুমাত্র এই একটি কথা শোনার জন্য পৃথিবীর সকল নারী, শুধু সমানাধিকার নয় সকল অধিকার বিক্রি করে দিতে চাইবেন।
হজরত খাদিজা (রা) হেরা গুহায় পৌছানোর পর রাসুল (স) বললেন, " খাদিজা, এইমাত্র জিবরাইল (আ) এসেছিলেন, তিনি বলে গেলেন, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন।"
এ রকম একটা কথা শুনে হজরত খাদিজা (রা) খুশিতে কাঁদতে লাগলেন। বললেন, " আল্লাহর রাসুল, আল্লাহ আমাকে সালাম দিয়েছেন; আমার জীবন সার্থক, কিন্তু আল্লাহর সালামের উত্তর কিভাবে দিতে হয় তা তো আমি জানি না। যেভাবে দিলে ভাল হয় আপনি সেইভাবে উত্তর দিয়েন।"
কী বুদ্ধিমত্তা !!
সময় পল পল করে বয়ে চলে।খাদিজা (রা) গত হয়েছেন।
তারপর তায়েফ, হিজরত, বদর, ওহুদ, হুনাইন.… আরও কত…
কিন্তু একদিনের জন্যও মহাপুরুষ তার প্রিয়তমাকে ভুলে যাননি। ভুলবেন কি করে ?
আল্লাহ যাকে সালাম দিয়েছেন, তাকে ভোলা যায় ?
বিষয়: বিবিধ
১১৭৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন