আমার ফাঁসি চাই
লিখেছেন লিখেছেন গণ_অভ্যুত্থানের অগ্নিবীণা ১৯ এপ্রিল, ২০১৪, ১০:২৯:০৭ রাত
যে দেশের আইন মানুষের জন্য নয়
'বগার কল' এর মতো
ফান্দে ফেলাইয়া মানুষকে কান্দায়।
আমি চেতন-অচেতনে সে আইন লঙ্ঘন করে যায়
আমি অকুণ্ঠ চিত্তে মুক্ত কণ্ঠে বলছি- 'আমার ফাঁসি চাই'>-
>-
>-
যে দেশের শাসকরা আওয়ামীর মতো হিংসুটে
ক্ষুধার্ত শকুনের মতো দেশের সম্পদ
লুটে পুটে ছারকার করে খায়।
আমি 'বিদ্রোহী কিংবদন্তী'র মতো বিদ্রোহ করে যায়
আমি অকুণ্ঠ চিত্তে মুক্ত কণ্ঠে বলছি- 'আমার ফাঁসি চাই'>-
>-
>-
যে দেশের বিচারকরা
'গলায় শিকল পরা কুত্তা'র মতো
বাচ-বিচার বোধহারা মালিকের পক্ষে অযথা ঘেউ ঘেউ চিল্লায়।
আমি ঠান্ডা মাথায় বলছি সে বিচারকে কেয়ার করি না তোড়ায়
আমি অকুণ্ঠ চিত্তে মুক্ত কণ্ঠে বলছি- 'আমার ফাঁসি চাই'
টীকাঃ



বিষয়: রাজনীতি
১৩৩৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে তাদের যারা এই দেশকে বিক্রয় করতে চাচ্ছে।
জাযাকাল্লাহ খায়ের
মন্তব্য করতে লগইন করুন