আমার ফাঁসি চাই

লিখেছেন লিখেছেন গণ_অভ্যুত্থানের অগ্নিবীণা ১৯ এপ্রিল, ২০১৪, ১০:২৯:০৭ রাত



যে দেশের আইন মানুষের জন্য নয়

'বগার কল' এর মতো

ফান্দে ফেলাইয়া মানুষকে কান্দায়।

আমি চেতন-অচেতনে সে আইন লঙ্ঘন করে যায়

আমি অকুণ্ঠ চিত্তে মুক্ত কণ্ঠে বলছি- 'আমার ফাঁসি চাই'

Happy>- Happy>- Happy>-

যে দেশের শাসকরা আওয়ামীর মতো হিংসুটে

ক্ষুধার্ত শকুনের মতো দেশের সম্পদ

লুটে পুটে ছারকার করে খায়।

আমি 'বিদ্রোহী কিংবদন্তী'র মতো বিদ্রোহ করে যায়

আমি অকুণ্ঠ চিত্তে মুক্ত কণ্ঠে বলছি- 'আমার ফাঁসি চাই'

Happy>- Happy>- Happy>-

যে দেশের বিচারকরা

'গলায় শিকল পরা কুত্তা'র মতো

বাচ-বিচার বোধহারা মালিকের পক্ষে অযথা ঘেউ ঘেউ চিল্লায়।

আমি ঠান্ডা মাথায় বলছি সে বিচারকে কেয়ার করি না তোড়ায়

আমি অকুণ্ঠ চিত্তে মুক্ত কণ্ঠে বলছি- 'আমার ফাঁসি চাই'

টীকাঃ


Tongue 'বগার কল'= গ্রাম বাংলায় প্রস্তুতকৃত ও ব্যবহৃত বক শিকার করার জন্য এক ধরনের কল। যেখানে বক আটকে গেলে ক্যাঁ ক্যাঁ চিল্লায়। আমি সেই কলের সাথে বাংলাদেশের আইনের সাদৃশ্য খুঁজে পাই।

Tongue 'বিদ্রোহী কিংবদন্তী'= এখানে কাজী নজরুল ইসলামকে বুঝানো হয়েছে। দেশকে ভালোবেসে তিনি ব্রিটিশের বিরুধে বিদ্রোহ করেছিলেন -যা আমরা সবাই কম-বেশি জানি।

Tongue 'গলায় শিকল পরা কুত্তা'= এখানে গৃহপালিত কুকুরের কথা বলা হয়েছে। গ্রামে এখনো দেখা যায় রাতের বেলায় গৃহস্তের কুকুর আত্মীয় অনাত্মীয় যে হোক বাচ-বিচার না করে মালিকের ঘর চুরির ভয়ে ঘেউ ঘেউ করে। বাংলাদেশের বর্তমান বিচারকদের সাথে আমি এর যথার্থ মিল খুঁজে পাই।

বিষয়: রাজনীতি

১৩১৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210347
১৯ এপ্রিল ২০১৪ রাত ১১:০২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ছোটদা আমার ও ফাসি চাই ,,তবে ফাসির হওয়ার আগে কিছু বলতে চাই ,,আর তা হলো দেশে শান্তি চাই
২০ এপ্রিল ২০১৪ রাত ১২:১৭
158839
গণ_অভ্যুত্থানের অগ্নিবীণা লিখেছেন : এই দেশে বেঁচে থাকার চেয়ে জালিমের ফাঁসির দড়িতে ঝুলে আল্লাহর কাছে চলে যাওয়াতে আমার বেশি সুখ আছে বলে মনে হয়। ধন্যবাদ
210369
১৯ এপ্রিল ২০১৪ রাত ১১:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফাঁসি চাই!!
তবে তাদের যারা এই দেশকে বিক্রয় করতে চাচ্ছে।
210374
১৯ এপ্রিল ২০১৪ রাত ১১:২৭
প্যারিস থেকে আমি লিখেছেন : ফাঁসীর বাকি থাকলো কি ?
210401
২০ এপ্রিল ২০১৪ রাত ১২:৩২
অজানা পথিক লিখেছেন : অগ্নিবীণার ফাাঁসি চাই
210402
২০ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৪
মাটিরলাঠি লিখেছেন : একটু সংশোধনঃ এদের এখন আর শিকল লাগে না।
210439
২০ এপ্রিল ২০১৪ রাত ০২:২১
জুমানা লিখেছেন : চেতনার ফাসি চাই
210450
২০ এপ্রিল ২০১৪ রাত ০৩:২২
নানা ভাই লিখেছেন : [url href="http://abuls.blogspot.se/" target="_blank"কাহিনী এইখানে আছে ...[/url]
210451
২০ এপ্রিল ২০১৪ রাত ০৩:২৩
নানা ভাই লিখেছেন : Click this link
210480
২০ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৩৯
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : চেতনায় জুতা মারেন ভাই-
১০
210492
২০ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৯
নূর আল আমিন লিখেছেন : চ্যাতনার মাম্মিরে ড্যাডি
১১
210520
২০ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : এ দেশ ভারত হতে আর কত দেরি, পাঞ্জেরী??
১২
210655
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৭
হতভাগা লিখেছেন : সাঈদী সাহেবরে নিয়া খুব টেনশনে আছেন বুঝা যায়
১৩
210658
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩২
জেদ্দাবাসী লিখেছেন : টিকা দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য ড়বল প্লাস+++++++++++++++++++++

জাযাকাল্লাহ খায়ের

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File