এই জাতি হিসেবে আজ নিজের কাছে লজ্জা লাগে :/ :/

লিখেছেন লিখেছেন পাকিস্তানি চাচা ৩১ মে, ২০১৪, ০৯:২৯:২৪ সকাল

যেই মিয়ানমার আমাদেরে সীমান্ত থেকে কয়েক গজ ভিতর থেকে তাদের সীমান্ত পাহারা দিত সেই মিয়ানমার আজ আমাদের বিজেবি সদস্যকে হত্যা করে। এর চেয়ে বড় লজ্জা আর কি আছে? মিয়ানমার না শুধু রেন্ডিয়া একই অবস্থা ছিল, কিন্তু আজ বাললীগ ক্ষমতায় আশার কারনে এই অবস্থা। একটা কথা শুনেছি এক বিডিআর সদস্য থেকে, এক সময় রেন্ডিয়া থেকে যদি কোন পাকা গুলি করা হত এর বিনিময়ে বাংলাদেশ থেকে দুইটা রিয়েল গুলি করার নির্দেশ ছিল এবং কোন বিডিআর সদস্য বেন্ডিয়ায় গেলে ভয়ে তাকে তিন থেকে পাঁচ জনে গার্ড দিয়ে নিয়ে যেত। (জানিনা কথা সত্য কিনা) আর সেই বিডিআর আজ বিজিবি হয়ে নিজের ইতিহাস ঐতিহ্য ভুলে গেছে একমাত্র বাললীগের জন্য। আসলে এইটা এই দেশের সাধারন মানুষের অভিশাপ হরতাল এবং হেফাজতের সময় এতিম এবং সাধারন মানুষ হত্যার অভিশাপ। এর পরেও এরা আমার দেশের কারো সন্তান কারো ভাই এই হিসেবে এরা আমারও ভাই। মানুষ এক সময় ভুল করে আবার নিজের ভুল বুঝতে পারে আশা করি বিজিবির সকল সদস্যকে এই ভুল বুঝার ক্ষমতা দিবে আল্লাহ্‌। এবং এই বাললীগকে ক্ষমতা থেকে অপসারণ করতে সহযোগিতা করবে তারা। তারপরেও এই জাতি হিসেবে নিজের কাছে লজ্জা লাগে :/ :/ :/ :/ :/ :/

বিষয়: রাজনীতি

১২৩০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

228570
৩১ মে ২০১৪ সকাল ০৯:৪৭
আহ জীবন লিখেছেন : হায়!!!!!!!!!!!!!!!!!
228583
৩১ মে ২০১৪ সকাল ১০:১৫
সন্ধাতারা লিখেছেন : It is a shame and pain!!!!!
228618
৩১ মে ২০১৪ দুপুর ১২:১৪
হতভাগা লিখেছেন : গরীবের বউয়ের আঁচল নিয়ে সবাই টানাটানি করে
৩১ মে ২০১৪ দুপুর ০১:১৯
175339
পাকিস্তানি চাচা লিখেছেন : ঠিক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File