দূর হ শয়তানের দল

লিখেছেন লিখেছেন বাঙালী তীরন্দাজ ২৪ মার্চ, ২০১৪, ০৩:৫৯:৪৬ রাত

‍‍‍‍‍এমন অনেকেই আছেন।যারা নিজেকে অনেক বড় মাপের সাংবাদিক হিসাবে জাহির করতে চান।তারা নিজের ঢোল নিজেই পেটান।ঢোলের আওয়াজ সহেনা আশপাশের লোকজনের কানে-কপালে। তবে অপ্রিয় সত্য কথা হলো তারা লিখতে গেলে কলম ভাঙ্গেন দিনে সত্তর বার।কারো কোন সংবাদ এডিট করতে গেলে দন্তন আর মধ্যর্ণ এদিক সেদিক করা ছাড়া আর কিছু করতে পারেন না। তাদের আরেকটি বিশেষ গুন আছে-তারা পারেন শুধু কুটনামী আর দালালী করতে। সারাদিনে মিথ্যাচার আর খোদার কসম ছাড়া কোন ভালো কর্ম জানেন না। এ শ্রেণীর মিথ্যাচার আর চাপাবাজি এমন পর্যায়ে পৌছে যাচ্ছে তা শুনে হয়তো মৃত মানুষ উঠে দৌড় মারবে।নয়তো ৯০ বছরের বৃদ্ধের মাঝেও পৌরুষ জাগবে।এসব শুনে মনের অজান্তেই বার বার মুখ ফসকে বেরিয়ে আসে একটি বাক্য-‍‍"দূর হ শয়তানের দল"

বিষয়: বিবিধ

১১৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File