সিঙ্গেল জীবন

লিখেছেন লিখেছেন রোয়ান অ্যাটকিনসন রাসেল ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:৩২:৫৮ রাত

সিঙ্গেল থাকার মজাই আলাদা। কারো কাছে কোন জবাবদিহি করতে হয় না। এটা কেন করলাম, ওটা কেন করলাম, নাম্বার কেন বিজি, এই নাম্বারটা কার, ঐ মেয়েটা তোমার দিকে তাকালো কেন, ঐ মেয়েটা তোমার ফটোতে লাইক দিয়েছে কেন, আননোন নাম্বার থেকে তোমার নাম্বারে মিসকল আসে কেন, আমাকে ফোন দাওনি কেন, তখন আমার ফোন ধরনি কেন, তখন কার সাথে ছিলে যে আমার ফোন রিসিভ করনি, ঐ মেয়ে তোমার ফেসবুক একাউন্টে কেন.... আরো কতধরণের অযাচিত প্রশ্নের সম্মুখিন হতে হয় যদি কারো সাথে রিলেশনশিপে থাকে। আর সিঙ্গেল থাকলে? খোলা বাতাসে ইচ্ছামত নিশ্বাস নেওয়া যায়, যা ইচ্ছা করা যায়, কারও কাছে জবাব দিতে হয় না, চাপ মুক্ত থাকা যায়। যারা এখনও প্রেম করনি তারা ভূলেও একাজ করতে যেও না। প্রেম করলে তোমার অবস্থা হবে খুটায় বাধা ছাগলের মত। একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে আবদ্ধ হয়ে থাকতে হবে।

বিষয়: বিবিধ

১৪৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File