বাংলাদেশ তুমি ঘুমাও। সুশিল তোমরা ক্যামরার সামনেই সুশীল থেক।

লিখেছেন লিখেছেন hasan50 ০৩ মার্চ, ২০১৪, ১১:১২:১৩ রাত

অবিশ্বাস্য, অকল্পনীয় ভোট জালিয়াতির

পরও সিটি কর্পোরেশন

এবং উপজেলা নির্বাচনে ভূমিধ্বস

পরাজয়ের স্বীকার হওয়ার

কারনে আওয়ামীলিগ স্থানীয় সরকার আইন

বাতিল করতে যাচ্ছে ।শেখ হাসিনার

নির্দেশে স্থানীয় সরকার আইন বিলুপ্ত

করে স্থানীয় সরকার ব্যবস্থা বাতিল করার

জন্য সংসদে অতি সত্ত্বর প্রস্তাব

আনতে যাচ্ছেন সৈয়দ আশরাফ। স্থানীয়

সরকার ব্যবস্থা বাতিল করে সরকারের

নির্বাচিত কর্মকর্তা নিয়োগ

দেয়া হবে সিটি কর্পোরেশন ও

উপজেলাগুলোতে। এর আদল হবে ভারতের

পঞ্চায়েতের মত। জনসমর্থনহীন

হয়ে তৃণমূলে দেউলিয়াত্বের সম্মুখীন

আওয়ামীলিগের হাতে সিটি কর্পোরেশন

ও উপজেলাগুলোর ক্ষমতা ফিরিয়ে আনার

জন্য নেয়া হচ্ছে এই পরিকল্পনা। যেকোন

মূহুর্তে স্থানীয় সরকার আইন বাতিল

করে সিটি কর্পোরেশন ও উপজেলাগুলোর

নির্বাচিত জনপ্রতিনিধিদের বরখাস্ত

করা হতে পারে।

অথবা সরাসরি সরকারি কর্মচারী নিয়োগ

না দিয়ে স্থানীয় সরকার বাতিল

করে ভারতের পঞ্চায়েত ব্যবস্থার

আদলে নতুন করে নির্বাচন

দেয়া হতে পারে-এরকম বিকল্প ও

ভাবা হচ্ছে। তবে যে পথেই যাওয়া হোক

না কেন,স্থানীয় সরকার আইন বাতিল

করে নির্বাচিত সিটি কর্পোরেশন ও

উপজেলা জনপ্রতিনিধিদের বরখাস্ত

করা হবে তা প্রায় নিশ্চিত। নতুন নির্বাচন

অথবা নিয়োগের মাধ্যমে শতভাগ

আওয়ামী নিয়ন্ত্রণে নেয়া হবে স্থানীয়

শাসন ব্যবস্থা। আজ বিকেলে রাজধানীর

মিরপুরে আওয়ামীলিগের এক সম্মলেনে এই

বিষয়ে সরাসরি বক্তব্য দেন সৈয়দ আশরাফ।

প্রিয় বাংলাদেশ, তুমি ঘুমাও। প্রিয়

বাংলাদেশীরা, আপনারা আঙ্গুল

চুষতে থাকুন।

বিষয়: বিবিধ

৯০৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

186365
০৪ মার্চ ২০১৪ রাত ০৩:০৩
সজল আহমেদ লিখেছেন : আপনি কি করেন সেইটা আগে বলেন ভাইজান।রাজপথে নাইমা কি আন্দোলন করেন?
186510
০৪ মার্চ ২০১৪ সকাল ১১:০৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই
186637
০৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৯
hasan50 লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাই পড়ার জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File