ইন্টারনেট কে আমরা কি ভাবে নিচ্ছি?
লিখেছেন লিখেছেন hasan50 ২৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:২৯:০৬ বিকাল
নাদিয়া খাটে শুয়ে শুয়ে চ্যাটিং করছে !
রাত ১টা..
বাবা মা কোন খোঁজ খবর রাখে না..
আধুনিক যুগ!
মেয়ে বুঝতে শিখেছে ইচ্ছেমত স্বাধীনতা দেয়া হয়েছে!
... জহির সাহেব পয়সাওয়ালা মানুষ।
বয়স ৩৮ হবে.. সন্তান আছে ২টা..
রাত হলে স্ত্রী ঘুমিয়ে গেলে PC তে বসে মেয়েদের সাথে flrt করেন
facebook কিংবা কোন ম্যাসেনজারে..
নাদিয়ার এই জহির সাহেবের সাথে অনেকদিনের সম্পর্ক..
skype থেকেই পরিচয়!
দুইজনেই খুব romantic আলোচনা করেন..
২জনেই fake নাম দিয়ে রেখেছে..
profile pic দুইজনেরই Cartoon এর
ছবি দেয়ার সুবাদে কেউ কাউকে দেখে নি।
আজ একজনআরেকজনকে বলল Video chat করি চলো..
নাদিয়া Dress টাকে একটু কাঁধ থেকে
সরিয়ে নিলো..যাতে বুকটা হালকা দেখা যায়..
জহির সাহেব অস্থির হয়ে উঠেছেন..
নাদিয়া Camera On করল!
একজনআরেকজনকে দেখে জহির সাহেব
চিত্কার করে উঠে বললেন,'নাদিয়া ??'
নাদিয়া shocked হয়ে just এইটুকু বলল, 'বাবা ??'
এটা একটা ভিডিও এর অংশবিশেষ বর্ননা করলাম..
আজকাল অহরহ এইরকম সম্পর্ক হচ্ছে..
পরকীয়া হচ্ছে!
ইন্টারনেট আমাদের জীবনযাত্রা change
করেছে ঠিক কিন্তু আমাদের আবেগ ছিনিয়ে
নিয়েছে অন্যদিক দিয়ে...
অন্যান্য দেশ ইন্টারনেট ব্যবহার করে নতুন
কিছু আবিষ্কারের জন্য আর আমরা খারাপ
দিকটা বেছে নিয়েছি..
কেমনে হবে আমাদের আইনস্টাইন, ???
কেমনে হবে নিউটন???
বিষয়: বিবিধ
৯৭৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
...।আল্লাহ আমাদের নেক হেদায়েত দান করুন। আমীন।
মন্তব্য করতে লগইন করুন