"কবিতা"
লিখেছেন লিখেছেন তারমিহিম আসফিম ২৯ জানুয়ারি, ২০১৪, ০১:২৮:৪৩ দুপুর
//"একটি তোমাই"//
-- তারমিহিম আসফিম
এমুন একটি সকাল চায়,
যে সকালে ভোরের পাখির বদলে ডাকবে তুমি।
একটি দুপুর চায় যে দুপুরে স্নিগ্ধ রোদ থাকবে,
অথবা অসহ্য গরম আর থাকবে তুমি।
একটি বিকেল চায়,
যে বিকেলে প্রতিদিনের মত পার্কগুলো থাকবে কোলাহলমুক্ত,
কিন্তু আমি আর একলা একা বসে খোসগল্পে ব্যস্ত কাপলদের দেখব না।
কারন সেদিন আমার সাথেও থাকবে তোমার দুটি কোমল হাত।
এমুন একটি গৌধুলী চায়,
যে গৌধুলীতে পাড়ার মোড়ে
প্রায়ভেট ফেরত মেয়েদের দিকে নয়,
চেয়ে থাকব তোমার চোখে চোখ রেখে অপলক দৃষ্টিতে।
এমুন একটি সন্ধাও চায়,
যে সন্ধায় আমার ঘরেও জ্বলবে প্রদিপ,
যে প্রদিপের উজ্জ্বলতাই আলোকিত হবে আমার জীবন।
এমুন একটি রাত চায়।
যে রাত্রিতে থাকবে,
অবরুদ্ধ - অন্ধকার,
নির্লিপ্ত - নিরাকার,
নির্ঘুম - নিস্তব্ধ
একাকার দুটি প্রান।
এমুন একটি ক্ষন চায়,
যে ক্ষনে থাকবে শুধু
মৌনতা,তুমি আর আমি।
এমুন একটি তোমায় চায়,
যে তুমি শুধুই আমার।
------ 0 ------
বিষয়: বিবিধ
১২১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন