ধর্ষন আর ইভটিজিং কেন হয়?
লিখেছেন লিখেছেন সজল আহমেদ ২৫ মার্চ, ২০১৪, ০৮:৪৫:১৫ রাত
প্রিয় পাঠক,আমরা হয়ত ভাবিতে পারি যে ধর্ষনে বাংলাদেশই বুঝি শ্রেষ্ঠ দেশ! না প্রিয় পাঠক এইটা সঠিক না,ইউরোপ আমেরিকায় ১দিনে যেই পরিমান ধর্ষন হইয়া থাকে উহার দশমাংশের একাংশ আমাদের দেশে ১মাসে হয়না! ২০১০সালের কালেরকন্ঠের(পত্রিকা) ৬ষ্ঠ পাতার অষ্টম কলামে একখানা খবর স্থান পাইয়াছিল সবচেয়ে কমবয়সী নাবালিকা মা হইয়াছেন।উক্ত নাবালিকার বয়স হইয়াছিল ১০বছর!নিউইয়র্ক তাহার বসতি।ডাক্তার সাহেবগন বলিয়াছিল যে নাবালিকাটি কমপক্ষে পাঁচ জনার নিকট হইতে ধর্ষিতা হইয়াছিলেন! তাহা হইলে বুঝুন যে আম্রিকা ধর্ষনে কতক্ষানি এগাইয়া গিয়াছে! আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতেও কিন্তু কম নারীগন যৌন নির্যাতনের স্বীকার হয়না!বরংচ ইহাকে অতিরিক্ত বলিয়া আখ্যা দেয়া যাইতে পারে! পাঠক,জিম্বাবুয়ের কথা যদি বলিতে যাই তাহা হইলে আপনারা বলিতে পারেন যে লেখক বোধ হয় গঞ্জিকা সেবন করিয়াছে। না পাঠক আমি গঞ্জিকা সেবী নও!জিম্বাবুয়েতে প্রতিনিয়ত পুরুষ ধর্ষন হইয়া থাকে! ঝোপের আড়ালে অথবা পাহাড়ের আড়ালে কোন পুরুষ গাড়ি চালক দেখিলেই প্রথমে একজন নারী ঐ গাড়ি খানা থামাইয়া চড়িবে ইহার পর কিছু দূর যাইয়া ঐ নারী আরো কিছু যুবতি নারী ঐ গাড়িতে উঠাইবে!আরো কিছুদূর যাওয়ার পর ঐ রমনীদ্বয় গাড়ি ওয়ালাকে ধর্ষন করিয়া কন্ডমে করিয়া ঐ গাড়িওয়ালার শুক্রানু সংগ্রহ করিয়া লইয়া যায়(লিখিতে অসস্তি পাইতেছি তবুও লেখিতে হইল)!সেই অঞ্চলের গাড়িওয়ালারা এখন মহিলা কাউকে তাহাদের গাড়িতে উঠাইতেই চায়না।সে যদি ৮০বছরের বুড়িও হয়!শোনা যায় ঐ শুক্রানু তাহারা বিদেশে বিক্রি করিয়া ঐ পয়সা দিয়া জীবীকা নির্বাহ করে। পাঠক,আসেন পরের চরকা বাদ দিয়া এইবার নিজেদের চরকায় তেল মারিতে থাকি। বাংলাদেশেও ইদানিং ধর্ষন আর ইভটিজিং বাড়িয়া চলিতেছে তুমুল অকারে! একজন ধর্ষিতা নারী সমাজের কলঙ্ক বলিয়া চিহ্নিত। বাংলাদেশে ধর্ষন ও ইভটিজিং কেন বাড়িয়া গিয়াছে উহার কারন কী?এবং উহার জন্য দায়ী কারা? দাদা আমি বলিব বাংলাদেশের ধর্ষনের জন্য দায়ী মেয়ে ছেলে উভয়ই। মেয়েরা যদি ইসলাম মানিত আমি চ্যালেঞ্জ করিয়া বলিতে পারি ঐ মেয়ে ধর্ষিতা হইতনা।আর পুরুষ ও যদি ইসলামি আইন মানিত তাহা হইলে মেয়েদের ধর্ষন তো দূরে থাক কোন বেগানার সহিত কথাও বলিতনা । বাংলাদেশে যদি বোরখা বা পর্দা প্রত্যেকটা বাড়ি বাড়ি পর্যায় হইতে শুরু হইয়া যায় তবে আমি বুকে হাত রাখিয়া বলিতে পারি,বাংলাদেশে কোন ধর্ষন বা ইভটিজিং হইবে না। ধর্ষন ইভটিজিং কেন হয়?
চিনি যত্নে রাখিলে পিপড়ায় ধরা যেমনি কষ্টকর তেমনি একটা মেয়ে বোরখায় থাকিলে তাকে নষ্ট করা কষ্টকর।বোরখাকে যাহারা কালো বস্তা বলিয়া থাকে মূলত সেই নারীগুলোই ধর্ষিতা এবং ইভটিজিংয়ের শিকার হইয়া থাকেন। ইতিহাস লক্ষ্য করিয়া দেখুন,কামাল পাশা যখন পর্দাকে উঠাইয়া দিয়াছিলেন মিশরের বুক থেকে,কিছুদিন যাইবার পর মিশরে ধর্ষন কিন্তু বাড়িয়া গিয়াছিল! আপনি লক্ষ্য করিলে আরো দেখিবেন যেই দেশে পর্দা বলিতে কিছু নাই ঐ দেশে অবৈধ যৌন সম্পর্ক বেশি হইয়া থাকে,এবং ঐ রাষ্ট্রেই জারজ্ সন্তান বেশি!আমেরিকার অধিকাংশ নায়িকাগনদের কিন্তু বিয়ের আগে দুই,তিনটা সন্তান হইয়া থাকে। আপনাদের আরো একটা প্রমাণ দেখাইয়াছি যে,আমেরিকায় দশ থেকে বার বছরের মেয়ে ও ধর্ষন হইয়া থাকে।এর মূল কারন হইল ঐ দেশ পর্দা বিহীন। রাস্তা দিয়া আপনার মেয়েকে আপনি অর্ধ উলঙ্গ করিয়া ছাড়িয়া দিলেন ঐ মেয়ের চেহারা অন্য পুরুষ দেখিলে ঐ পুরুষের যদি নিয়ত খারাপই থাকে, অথবা ঐ ছেলের মধ্যে যদি কামুক ভাবটা আসিয়াই যায় তাহা হইলে আপনার মেয়ে ঘরে সত্ চরিত্র নিয়া ফিরিবে কিনা ইহা কি আপনি চ্যালেঞ্জ করিয়া বলিতে পারিবেন? বাংলাদেশে ইভটিজিং আর ধর্ষন সেই দিনই কমিয়া যাইবে যেইদিন নারীরা পর্দার ভিতরে ঢুকিবে।তা না হইলে সরকার ইভটিজিং আর ধর্ষনের উপর ডবল আইন বসাইয়াও কিছুতে কিছু করিতে পারিবেনা। বাংলাদেশের সকল নারীদের বলিতেছি, আগে পর্দা করিয়া লও বোনেরা, আগে নিজের সুঠাম যৌবনপূর্ণ দেহ অন্য পুরুষ হইতে হেফাজাত কর। তাহা হইলে তুমি নিশ্চিত থাকিতে পারিবে যে তুমি তোমার সতিত্ত্ব নিয়া ঘরে ফিরিতে পারিবে।
অভাব গল্পটা এখানে
বিষয়: বিবিধ
৩০০২ বার পঠিত, ৬১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> রায়হান রহমান লিখেছেন : আপনার ঈমানী জোর খুব দুর্বল, নবীর সাহাবীরা হলে ঠিকই খপ করে ধরে ধর্ষন কর্ম শুরু করে দিতেন।A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> রায়হান রহমান লিখেছেন : আপনি লিখেছেন : সেটা আপনার ইচ্ছা।আপনি মেয়েকে লম্পটের নিকট হইতে বাঁচাইতে চাইলে পর্দা করাইবেন,আর যদি পূর্ণ যৌবন প্রাপ্ত মেয়েকে লপ্মটের নিকট অর্ধনগ্ন করিয়া উপঢৌকন হিসেবে পাঠাইতে চান তাতে আমার আপত্তি কোথায়?আপত্যি থাকার কথাও না। আমাদের নবীজি স্বয়ং বাইজেন্টাইন আর্চবিশপ এর কাছ থেকে পূর্ণ যৌবন প্রাপ্ত যৌনদাসী মারিয়া, শিরিন কে সাদরে গ্রহন করেছেন।
অতিমাত্রায় আক্রমনত্বক কথা বলিলে আপনি যে একজন রামা বামা হেঁদুর নিম্নজাত উহা লোকদিগকে আমি প্রকাশ করিয়া দিতে বাধ্য হইব।ছাগল কোথাকার।
১৯৬৪ সালে কোন এক জেলা শহরে একটি মেয়েদের স্কুলের সামনে একটি পান-বিড়ির দোকান বসলে, এলাকাবাসী সেই দোকানটি উচ্ছেদ করে ও দোকানদারকে বলে, “তোমার কাণ্ডজ্ঞান নাই, মেয়েদের স্কুলের সামনে দোকান দিছো?"
এ ঘটনার ২৫ বছর পর অর্থাৎ ১৯৮৯ সালে সেই মেয়েদের স্কুলের সামনে আবার একটি পান-বিড়ির দোকান বসানো হয়।
দুর্ভাগ্য এই যে, ১৯৬৪ সালে যারা প্রতিবাদ করে সেখানে দোকান বসাতে দেন নাই, তারা সকলে ১৯৮৯ সালে জীবিত ছিলেন, কিন্তু প্রতিবাদ করবার সাহসটুকুও পান নাই।
এ ঘটনা প্রমান করে আমাদের ইসলামী মুল্যবোধ গুলো কি ভাবে ক্ষয় হয়েছে বা করা হয়েছে – যত বেশী ইসলামী মূল্যবোধ ক্ষয় হবে – ততবেশী অনাচার ও অন্যায় সমাজে প্রবেশ করবে।
১৯৮৯ সালে মুসলিম সমাজ যদি সেই পুনরায় বসানো দোকানটি তুলে দিতে পারত – হয়তো ৫ই মে’র হেফাজতের সমাবেশও সফল হতো বলে আমার কাছে মনে হয়। আল্লাহ্ আমাদের ক্ষমা করুন ও তাওবা কবুল করুন। আ-মী-ন।
অনেক অনেক ধন্যবাদ।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> রায়হান রহমান লিখেছেন : এ কারনেই মোহাম্মদ ৫৫ বছর বয়সে বিবি আয়শার স্বাদ মিটিয়েছেন।আপনি দেখিয়াছেন নিশ্চয় নাস্তিক অথবা হেঁদুর পুট্কি মুবারক বরাবর কিভাবে লাথ্থি মারিয়া মঞ্চ থেকে সড়াইয়া দেয়া হয়?
আপনি নাস্তিক নয় আপনি একজন নিম্নজাতের হেঁদু উহা আমি আপনার মন্তব্য দেখিয়াই বুঝিয়াছি।আসলে হেঁদু জাত বলিতেই শূয়র এবং ছোট লোকের বাচ্চা।আপনিও তাই,পিতৃপরিচয়হীন একজন হেঁদু শূয়রের বাচ্চা।আপনি কি জানেন কৃষ্ঞ মহাশয় ১৬০০১টা বিবাহ করিয়াছিলেন?এবং রাধা,কৃষ্ঞের মামি।
এখানে গিয়া যুক্তি দেখিতে পারেন,
http://sajalsblogs.yu.tl
যুগোপযোগী পোষ্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
কেন হয় সেই কারন আমরা সবাই জানি। কিন্তু কিছু চিৎকার কারি গাধার ভয়ে আমরা পিছিয়ে আছি।
আপনারে প্রচুর ধন্যবাদ।
অর্থাত্,হে মুসলিম নারীগন তোমরা পর্দার ভিতরে থাক আর বের হলে পর্দা নিয়ে বের হও।
আর আমি আপনাকে সেদিন প্রকাশ্যে অপমান করতে চাইনি,বরংচ আপনি নিজেই নিজের দোষে অপমানিত হয়েছেন।আপনার কথায় সেদিন ছিলনা কোন যুক্তি।আপনার হাজব্যান্ড সেদিন আমায় জানোয়ারের বাচ্চা বলে গালি দিয়েছিলেন!আপনাদের সাথে আমরা কোন রিলেশান রাখতে চাইনা।আপনারা পরিবার শুদ্ধ বেয়াদব এবং ফাজিল উগ্র।সেদিন যুক্তিতে না পেরে আপনার স্বামী আমায় থাপ্পড় ও দিয়েছিলেন।আমার পিতাকে তুলে পর্যন্ত গালি দিয়েছিলেন আপনারা দুই স্বামী স্ত্রী!আমি কিছুই বলিনি আমাদের ইজ্জতের দিকে চেয়ে,আমরা গরীব হতে পারি কিন্তু আপনাদের মত উগ্র না।
নেক্সট টাইম আপনি আমার লেখায় মন্তব্য না করলে খুশি হব।আমি চাইনা কোন উগ্র পরিবারের সদস্য আমার লেখায় মন্তব্য করুক।
নারি এবং পুরুষ উভয় এর জন্য দায়ী। কাউকে একক ভাবে দায়ী করা ঠিক হবে না।অবশ্য এক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় নীতিমালা হল প্রধান ফেক্টর।
আপনাকে ধন্যবাদ।
এই প্রসঙ্গে বাংলাদেশ নিয়ে একটা পোষ্ট হাজির করতে চলেছি।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন