তোমারা যারা ফারাবী বিদ্বেষী
লিখেছেন লিখেছেন সজল আহমেদ ২৪ জানুয়ারি, ২০১৪, ০৭:৫৯:১৬ সন্ধ্যা
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক।
প্রথমে ধিক্কার জানাই তাদের যারা মুসলিম হয়ে ফারাবী বিদ্বেষী!তারপর ধিক্কার জানাই ঐ সকল নাস্তিক খাসিদের যারা ফারাবী শফিউরের বিরুদ্ধে অপপ্রচার চালায়,এবং ভূয়া চ্যাটিং স্ক্রীনশর্ট দেয়!
ফেসবুকে অনেক নাস্তিক আছে যেমন,তানিশা তানঝুম মুমু।
যার কাজ হল আল্লাহ ও তার রাসূল সঃ কে নিয়ে অশ্লীল লেখা!
তো এই নাস্তিক ছাগী একদিন ভূয়া একটা স্ক্রীনশর্ট দিলোঃ-ফারাবী নাকি তার প্রেমে পরেছে!হাঃহাঃহাঃহাঃ শুনলে কার না হাসি পায়।এই রকম শতশত ফেবু ইউজার আছে যারা যারা ফারাবীর বিরুদ্ধে ভূয়া স্ক্রীনশর্টদিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে!
আসুন দেখি মুসলীম ব্লগারদের মধ্যে কারা ফারাবী বিদ্বেষীঃ-
প্রিয় পাঠক আগেই বলে রাখি ফারাবী জামায়েত ইসলামকে তেমন একটা পছন্দ করেনা।তাই জামায়েত ইসলামি ভাইয়েরা অনেক সময় বলে,শুধু লাইকের ঘাটতি পরলে ফারাবী নাকি তাদের পক্ষ নেয়।আমি ঐ ভাইকে চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতে চাই হে ভাই ফারাবী কিন্তু লাইক সেলিব্রেটি না!ফেসবুক জগতে ফারাবী এমন এক সৃষ্টিশীল লেখক যার কাজ হল সত্যের পক্ষে লিখে যাওয়া!লাইক তোয়াক্কা ফারাবীর করেনা!
ব্লগার নীলসালু নামক একজন ফেসবুক ব্লগার আছে যিনি দীর্ঘকাল ধরে ফারাবীর বিরুদ্ধে কলাম লিখে!ভূয়া স্ক্লীনশর্ট তুলে ধরে।ফারাবীর নাকি ঈমান নাই।
কিন্তু আমি ব্লগার সালুকে দেখেছি একজন হিংসুটে রুপে!ব্লগার নীলসালু একটা বেয়াদব এবং হিংসুটে ছেলে যে মানুষকে সম্মান দিতে জানেনা।ব্লগার নীলসালু ফারাবীকে বেঈমান বলার শুধুমাত্র একটা কারন।কারনটা হল ফারাবী জামায়েত করেনা।
আসুন ফারাবীর লেখালিখে নিয়ে আলোচনা করিঃ-সাইবার জগতে মুসলমানদের এর পক্ষে এমন একটা লেখক পাওয়া ভার!যিনি নাস্তিকদের বাঁশদিতে সেরা হিসেবে বিবেচিত।তিনি এমন একজন সৃষ্টিশীল লেখক যার লেখা প্রথম থেকে পড়া শুরু করলে আপনার শেষ পর্যন্ত বাধ্যগত ভাবে।একজন লেখকের যে যে গুন থাকা দরকার সবগুন ফারাবীর মধ্যে খুঁজে পাওয়া যায়।আমি ফারাবীর দালাল নয়।তার একজন প্রথম সারীর পাঠক হিসেবে বলতে চাই আপনারা ফারাবীর লেখা পড়বেন এবং অন্যকেও তার লেখা পড়ার জন্য আগ্রহী করবেন।
প্রিয় পাঠক আজ এ পর্যন্তই,আবার আপনাদের মাঝে আসব অন্যকোন ব্লগ নিয়ে সে পর্যন্ত ভাল থাকবেন।আল্লাহ হাফেজ।
বিষয়: বিবিধ
২৮৫৫ বার পঠিত, ৬০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লামা সাইদী জেলে তার জন্য কোন লেখা নেই আপনি একটি বিতর্ক তৈরি করতে কি ফালতু একটি পোস্ট দিলেন? এটি কোন ব্লগ লেখার টপিক হল? কি জবাব দিবেন আল্লাহর কাছে মিথ্যা বলে। নীলসালু ও ফারাবিকে বলে দেইখেন আমাকে চিনে কিনা
লিংক দিলাম ঢুইকেন বাকিটা কথা হবে ওখানে। আর আমি কিন্তু আপনার আগামাথা কিছুই বুঝিনাই
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/8276/sajalahmed/45766
আল্লামা সাইদী জেলে তার জন্য কোন লেখা নেই আপনি একটি বিতর্ক তৈরি করতে কি ফালতু একটি পোস্ট দিলেন? এটি কোন ব্লগ লেখার টপিক হল? কি জবাব দিবেন আল্লাহর কাছে মিথ্যা বলে। নীলসালু ও ফারাবিকে বলে দেইখেন আমাকে চিনে কিনা
লিংক দিলাম ঢুইকেন বাকিটা কথা হবে ওখানে। আর আমি কিন্তু আপনার আগামাথা কিছুই বুঝিনাই
আল্লামা সাইদী জেলে তার জন্য কোন লেখা নেই আপনি একটি বিতর্ক তৈরি করতে কি ফালতু একটি পোস্ট দিলেন? এটি কোন ব্লগ লেখার টপিক হল? কি জবাব দিবেন আল্লাহর কাছে মিথ্যা বলে। নীলসালু ও ফারাবিকে বলে দেইখেন আমাকে চিনে কিনা
লিংক দিলাম ঢুইকেন বাকিটা কথা হবে ওখানে। আর আমি কিন্তু আপনার আগামাথা কিছুই বুঝিনাই
এখানেও ফারাবী ভাইয়ের মন্তব্য আছে। তার সাথে আমার কথাও হয়েছে। আমারা আশে পাশের লোকজন অনেকের সাথে তার বডি কন্টাক্ট আছে
ফারাবীকে জিজ্ঞেস করেছিলাম দেশে ইসলামী হুকুমত কায়েমে তার দল হেযবুত তাহরীর এর কর্ম পদ্ধতি কি, উনি জবাব দিতে ব্যার্থ হয়েছেন, আপনি তার পক্ষ্য থেকে নিয়গ প্রাপ্ত বা তার ফ্যান হলে একটু বলবেন কি আপনাদের দলের কর্ম পদ্ধতি গুলো কি কি ?
আরে আল্লাহ!!!!
কি এমন চ্যাট হয়েছে যে তুল ধরবেন???!!!
আপনার শির্ষ্য ফারাবীর মত লুইচ্চামি করিনি কারো সাথে আজ পর্যন্ত। আর আপনার সাথে তো প্রশ্নই উঠেনা!!
আচ্ছা আমি কি আপনার সাথে ফারাবী স্টাইলে অশ্লীল চ্যাট আর তসলিমা নাসরিন স্টাইলের কবিতা লিখেছিলাম চ্যাটে??
যদি তা করে থাকি তবে চ্যাট স্ক্রীনশট এখানে দিন। আর আপনার কষ্ট হলে আমাকে বলিয়েন আমিই না হয়ে দিয়ে দেব।
সো এইসব বলদা মার্কা কথা আমার সাথে না বললেই খুশি হই। আর শুনেন আমি আপনার মত আজাইরা না, ৫ মিনিট কেন ফটো ভেরিফিকেশন ঠিক করতে ৩ মিনিটেরও কম সময় লাগে। তবে আপনার মত আজাইরা না দেখেই এই বিষয়ে লিখার সময় পাচ্ছিনা।
আমি অভদ্র হতে পারি তবে আপনার গুরু ফারাবীর মত লুইচ্চা না।
[মনিকে মানিক চেনে]
http://www.facebook.com/sajalahmed0000
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/8276/sajalahmed/45766
হারুন ভাই@প্যারিস থেকে আমি@শাহীন ভাই এবং জুবাইর ভাই|
এইখানে পাবেন।
ব্লগটা শান্তিতে থাকুক।
ফারাবী সালু এগুলো দিয়ে কি করবো?!
এই সব ক্যাচাল আমার কাছে ভালো লাগেনা- চুক চুক
মন্তব্য করতে লগইন করুন