"এ যুগের মুসআব হলেন সুইডেনের মাথিয়াস"

লিখেছেন লিখেছেন রেজু ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:৪৯:২১ রাত



ড্যাম স্মার্ট যুবক। পরনে ফিটফাট রুচিশীল ও অভিজাত পোশাক। শরীরে চ্যানেল অ্যাল্যুর বা হুগো বস বা ক্যালভিন ক্লিনের চেয়ে নামি দামি পারফিউম তিনি ব্যবহার করেন। তিনি যে রাস্তা দিয়ে চলাফেরা করেন অনেকক্ষন পরও ঐ রাস্তায় কোন পথিক গেলে তার ঘ্র্যান পান......

মুসআব!! হ্যাঁ ঠিক ধরেছেন!! আমি হযরত মুসআব (রাঃ) এর কথা বলছি। ধনীর দুলাল মুসআব। অতি প্রাচুর্যের মধ্যে যার বেড়ে ওঠা, তিনি হাতে নিলেন সত্যের মশাল, বুকে পেলেন অদম্য সাহস। পরিবার ও আত্মীয়তার কোন চোখ রাঙ্গানি বা রিকুয়েস্ট কিছুই তাকে আটকাতে পারলনা। এগিয়ে গেলেন অসীম আলোকরশ্মিকে জীবনের একমাত্র প্রেম ও প্রাপ্তি মনে করে। হতে হল পরিবার থেকে বিচ্যুত এবং বিতাড়িত। কিছুক্ষন আগে যে যুবক ছিলেন সবচেয়ে ধনীর দুলাল আর এখন তিনি হলেন সর্বস্বান্ত।

তাতে কার কি আসে যাই? উনি যে আলোক রশ্মির সন্ধান পেয়েছেন তার কাছে এসব সম্পদ নস্যি, পায়ের ধূলার চেয়েও অনেক কম।

এরই নাম ঈমান বা বিশ্বাস। যার কাছে যুগে যুগে অসংখ্য মুসআব কে বীরের বেশে বিজয়ী হতে দেখা গেছে

আজকেও এমনি একটি দিন। সুইডেনের রাজধানীর ঐতিহ্যবাহী স্টকহোল্ম (বড়) মসজিদে আমাদের এ যুগের "মাথিয়াস" নাম লেখালেন সুইডেনের আরও কিছু সত্যের শিখা বহনকারী মিশেল, এরিক, ইউনুস ও অ্যাডামদের নামের কাতারে।

আল্লাহ যেন আমাদের প্রিয় ভাইকে তার এই চ্যালেঞ্জ গ্রহণের পুরোপুরি হিম্মত ও সাহস দেন-আমিন।

বিষয়: বিবিধ

১২৯৬ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

174839
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:১৭
ইবনে হাসেম লিখেছেন : আল্লাহ যেন তাঁকে ইসলামের একজন মর্দে মুজাহিদ রূপে আত্মপ্রকাশের তৌফিক দিন, আমিন।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৫১
128080
রেজু লিখেছেন : আমিন।
ধন্যবান ইবনে হাশিম ভাই।
174854
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:৩৮
দ্য স্লেভ লিখেছেন : ontor theke dua korsi
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৭
128158
রেজু লিখেছেন : জাযাকাল্লাহ খাইর দ্য স্লেভ ভাই।
174857
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:১৫
মুহাম্মদ আব্দুল হালিম লিখেছেন : আল্লাহ যে তাকে সুগন্ধীযুক্ত করেই রাখেন। আমীন
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৮
128160
রেজু লিখেছেন : আমিন হালিম ভাই। সেই সুগন্ধি যেন আমি আপনিও কিছুটা পেতে পারি, এই দুয়া মহান মাবুদের কাছে।
174866
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:২১
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫০
128161
রেজু লিখেছেন : জাযাকাল্লাহ খাইর প্যারিসের আমি ভাইকে Happy
174867
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:২৪
শেখের পোলা লিখেছেন : এঁরাই হয়েযান প্রকৃত মুসলীম৷ এরা আমাদের নমস্য৷ ধন্যবাদ বিষয়ি জানানোর জন্য৷
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫১
128162
রেজু লিখেছেন : শেখের পোলা ভাইসাব, আপনাকেও ধন্যবাদ
174906
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫১
আবু আশফাক লিখেছেন : আল্লাহ তাকে কবুল করুন। আমিন।

বি.দ্র. লেখাটি ডাবল হয়েছে।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫২
128163
রেজু লিখেছেন : আবু আশফাক ভাই, ধন্যবাদ দুয়া করা ও দৃষ্টি আকর্ষণীর জন্যে।
জাযাকাল্লাহ খাইর।
174940
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০০
শফিউর রহমান লিখেছেন : কবুল করুন তাকে এবং আমাদেরকে। ক্ষমা করুন আমাদের সকলকে।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৩
128164
রেজু লিখেছেন : আমিন আমিন আমিন!!
জাযাকাল্লাহ খাইর শফিউর রহমান ভাই।
174954
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৭
আহমদ মুসা লিখেছেন : আল্লাহ তাকে তার দ্বীনের প্রতি অবিচল রেখে নিজের ঈমানকে উত্তর উত্তর মজবুত ও পাক্কা করে দিয়ে দ্বীনের একজন দায়ী হিসেবে কবুল করে নিক।

আবু আশফাক ভাইয়ের সাথে আমি অনুরোধ করছি লেখাটি এডিট করে দেয়ার জন্য। এই লেখাটি ডাবল হয়ে গেছে। আমি এই ব্লগ সাইটে বিষয়টি সমাধানের জন্য কর্তৃপক্ষের বেশ কয়েকবার দৃষ্টি আকর্ষণ করেও ব্যর্থ হয়েছি। কোন লেখাকে এখানে কপি পেস্ট করতে গেলে এই বিপত্তিটা ঘটে পোস্টদাতার নিজের অজান্তেই।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৬
128165
রেজু লিখেছেন : আহমদ মুসা ভাই, সহিহ ও সুন্দর দুয়ার জন্যে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন-আমিন।
আর হ্যাঁ, আমি এডিট করেছি। জাযাকাল্লাহ খাইর
174965
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্যের সন্ধান তারা পান যারা তা অন্বেষন করেন।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৮
128166
রেজু লিখেছেন : রিদওয়ান কবির সবুজ ভাই, ঠিক বলেছেন। আল্লাহ তাদেরই কবুল করেন যারা তা অর্জনের চেষ্টায় রত থাকেন।
ধন্যবাদ আপনাকে পড়ার জন্যে।
১০
175104
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
জাগো মানুস জাগো লিখেছেন : Ameen.
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৯
133292
রেজু লিখেছেন : ধন্যবাদ জাগো মানুস জাগো।
১১
176555
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৪
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫০
133293
রেজু লিখেছেন : ধন্যবাদ সিস্টার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File