"নগ্নস্তন"
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২৮ নভেম্বর, ২০১৬, ০৫:৩৩:১৪ বিকাল
আমি নগ্ন স্তন দেখেছি। রমণীর নগ্ন স্তন।
"আমি নিভৃতে দেখেছি গৃহবধুর নগ্ন স্তন।
"আমি নিশ্চুপ দেখেছি জননীর নগ্ন স্তনও।
"সে রমণীর "নগ্নস্তনে" কামিনীর কামনীয়তা ছিলোনা। নিভৃতেও "কাম" খুঁজে পাইনি সে নগ্নস্তনে"
"-সে লজ্জাবতী গৃহবধূ ব্লাউজ টেনে "নগ্নস্তন" ঢাকার চেষ্টাও করেনি। খুঁজে পাইনি সে লজ্জাবতী গৃহবধূর লজ্জারাঙা মুখে কিঞ্চিত লজ্জার "ছাপ"
"আহা... জননীর স্তনে কত মধু। কী যে মায়াভরা দৃষ্টি জননীর। জননী? সে সকল সুখের মূল। জননী সে যেনো এক জীবন্ত স্বর্গ। আহা. জননীর স্তনন্ধয়ে বেহেশতের সুখ।
"না। সে জননীর "স্তনে" বেহেস্তের সুখ ছিলোনা।
"না। সে জননীর "স্তনে" তখনো ছিলোনা মধু।
"না। সে জননীর "স্তনে" খুঁজে পাইনি বেহেস্তী সুখ।
"পাওয়া যাবেনা। কিছুই পাওয়া যাবেনা এ-নারীদেহে। মহা বিশ্বে এ দেহ রমণী নই। এ দেহ গৃহবধূও নই। এ দেহ নহে কোনো জননীরও।
"এ দেহের নাম শুধুই "লাশ"
"এ লাশের উপরে "স্তনপায়ী অবুঝ শিশুর নাম শুধুই "রোহিঙ্গা"
"এ রোহিঙ্গার নাম শুধুই "মুসলিম"
"এ মুসলিমের নাম শুধুই "মুসলিম"
বিষয়: সাহিত্য
১২৭১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ /
আল্লাহ যেন রোহিঙ্গা , ফিলিস্তিনসহ সকল নিরীহ মুসলমানদের সহায় হন এবং অত্যাচারীদের মূহুর্তের মধ্যেই নিশ্চিন্হ করে দেন এবং পরকালেও যেন এরা জাহান্নামে চলে যায় --- আমিন।
মন্তব্য করতে লগইন করুন