"নগ্নস্তন"

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২৮ নভেম্বর, ২০১৬, ০৫:৩৩:১৪ বিকাল



আমি নগ্ন স্তন দেখেছি। রমণীর নগ্ন স্তন।

"আমি নিভৃতে দেখেছি গৃহবধুর নগ্ন স্তন।

"আমি নিশ্চুপ দেখেছি জননীর নগ্ন স্তনও।

"সে রমণীর "নগ্নস্তনে" কামিনীর কামনীয়তা ছিলোনা। নিভৃতেও "কাম" খুঁজে পাইনি সে নগ্নস্তনে"

"-সে লজ্জাবতী গৃহবধূ ব্লাউজ টেনে "নগ্নস্তন" ঢাকার চেষ্টাও করেনি। খুঁজে পাইনি সে লজ্জাবতী গৃহবধূর লজ্জারাঙা মুখে কিঞ্চিত লজ্জার "ছাপ"

"আহা... জননীর স্তনে কত মধু। কী যে মায়াভরা দৃষ্টি জননীর। জননী? সে সকল সুখের মূল। জননী সে যেনো এক জীবন্ত স্বর্গ। আহা. জননীর স্তনন্ধয়ে বেহেশতের সুখ।

"না। সে জননীর "স্তনে" বেহেস্তের সুখ ছিলোনা।

"না। সে জননীর "স্তনে" তখনো ছিলোনা মধু।

"না। সে জননীর "স্তনে" খুঁজে পাইনি বেহেস্তী সুখ।

"পাওয়া যাবেনা। কিছুই পাওয়া যাবেনা এ-নারীদেহে। মহা বিশ্বে এ দেহ রমণী নই। এ দেহ গৃহবধূও নই। এ দেহ নহে কোনো জননীরও।

"এ দেহের নাম শুধুই "লাশ"

"এ লাশের উপরে "স্তনপায়ী অবুঝ শিশুর নাম শুধুই "রোহিঙ্গা"

"এ রোহিঙ্গার নাম শুধুই "মুসলিম"

"এ মুসলিমের নাম শুধুই "মুসলিম"

বিষয়: সাহিত্য

১২৭১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380249
২৮ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৪১
মনসুর আহামেদ লিখেছেন :
ধন্যবাদ /
380250
২৮ নভেম্বর ২০১৬ রাত ০৮:২৭
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাইয়া আমার মনে এসব হা হুতাশ পোস্ট দিয়ে আমরা কিছুই করতে পারবোনা। বাস্তবিকই আমাদের ক্ষমতাও এখন প্রশ্নবিদ্ধ। জানি বলবেন, দোয়ায় কি হবে? তারপরও বলব, এখন সেটাই করুন তাদের জন্য। নফল রোজা রাখুন, রাতে তাহাজ্জুত পড়ুন আর আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করুন। আপনি আগেব নিয়ে লেখাটা লিখলেও আর অতি আবেগী হয়ে ছবিটা দিয়ে দিলেও আমি বলব, কাজটা ঠিক হয়নি। আমরা রাতে ঘুমানোর সময়ও হিজাব ছাড়া ঘুমাইনা কারণ আমরা চাইনা সকালে আমাদের মৃত লাশটার বেপর্দা মুখ অন্যরা দেখুক-এটা একজন ফিলিস্তিনি বোনের কথা ছিল। তাই একজন রোহিঙ্গা মুসলিম নারীর এমন দৃশ্য না দেখানোটাই ভালো, আবেগে নাড়া দেয়ার জন্য আমাদের এসব ব্যবহার করা উচিত না। আবারো বলি, বেশি বেশি দোয়া ও নফল ইবাদত করুন তাদের জন্য। সম্ভব হলে, রোহিঙ্গাদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করুন আর তাদের হাতে পৌছে দিন।
৩০ নভেম্বর ২০১৬ সকাল ১১:৩২
314746
তবুওআশাবা্দী লিখেছেন : তাই একজন রোহিঙ্গা মুসলিম নারীর এমন দৃশ্য না দেখানোটাই ভালো, আবেগে নাড়া দেয়ার জন্য আমাদের এসব ব্যবহার করা উচিত না।আপনার কথার সাথে একমত হলাম | যাদের সমস্যার বিষয় নিয়ে লিখলেন,তাদের সন্মানটাওতো রাখতে হবে,তাই না?
380259
২৯ নভেম্বর ২০১৬ সকাল ০৬:৩৯
স্বপন২ লিখেছেন : @ঘুম ভাঙাতে চাই ,সহমত।
380272
২৯ নভেম্বর ২০১৬ দুপুর ০৩:৩৭
রাশেদ বিন জাফর লিখেছেন : ভালো লাগলো
380559
০৮ ডিসেম্বর ২০১৬ রাত ০৯:১৯
হতভাগা লিখেছেন : দূর্বল ঈমানসম্পন্ন হিসেবে আমরা শুধু আল্লাহর কাছে এই প্রার্থনাই জানাতে পারি যে -----

আল্লাহ যেন রোহিঙ্গা , ফিলিস্তিনসহ সকল নিরীহ মুসলমানদের সহায় হন এবং অত্যাচারীদের মূহুর্তের মধ্যেই নিশ্চিন্হ করে দেন এবং পরকালেও যেন এরা জাহান্নামে চলে যায় --- আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File