"নিভৃতে "মা"
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ৩০ অক্টোবর, ২০১৬, ০১:৫৬:০১ রাত
"যদি তোর মায়ের কথা মনে পড়ে। নীরবে নিভৃতে অন্ধকারে চুপচাপ কেঁদে নিস। কেউ দেখবেনা। কেউ শুনবেনা তোর হাহাকার। নিশ্চুপ নিশুতির নিভৃতে তুই লজ্জা পাবিনা।
"যদি তোর কাঁন্নায় বালিশ ভিজে। তবে বুঝে নিস তুই একা কাঁদিসনি। কেঁদেছে অন্ধকারও তোর সঙ্গী হয়ে।
"যদি হাউমাউ করে "মা" "মা" করে কাঁন্না আসে তবে বালিশে মুখ চেপে রাখিস। "কেউ শুনবেনা" কেউ বুঝবেনা "মা" ছাড়া তুইও একজন মা-নুষ।
বিষয়: বিবিধ
১১৩১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন