"অতঃপর আদুরী" (ছোটগল্প)

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২১ অক্টোবর, ২০১৬, ১২:৫৩:৩১ রাত



কি নাম তোমার?

- আদুরী

নামটা শুনে মুচকি হেঁসে দিল জামিল সাহেব। বাবা মায়ের নিশ্চয় অনেক আদরের সন্তান! তাই নামেরও বাহার দেখা যাচ্ছে। জামিল সাহেব একটি প্রাইভেট কোম্পানীর উচ্চপদস্থ কর্মকর্তা। নিজের একমাত্র ছোট মেয়ের খেলার সাথীর জন্য কয়েকজনকে বলে রেখেছিল একজন ১৪/১৫ বছর অল্প বয়সী কাজের মেয়ের জন্য। উত্তরাঞ্চল থেকে আজ একজন একটি মেয়েকে তার অফিসে নিয়ে এসেছে। মেয়েটিকে দেখে জামিল সাহেব চমকে উঠে! দেখে মনে হচ্ছে সোমালিয়ার দুর্ভিক্ষপীড়িত এলাকা থেকে তুলে এনেছে। বয়স ৬/৭ হবে!

কিরে! এখন তো দেখি দুজন মেয়েকে লালন পালন করতে হবে? আমি কি চাইলাম আর তুমি কি করলা!!

স্যার, এর মা নেই। বাবা পঙ্গু। দেখে ছোট মনে হচ্ছে। আসলে বয়স ১২ বছরের বেশি। খাওয়া দাওয়া পায়না তাই এই অবস্থা। এতদুরের থেকে আসছে, নিয়ে যান স্যার..

মাথা চুলকাতে চুলকাতে রাতে বাসায় নিয়ে আসে। বাসায় এসে প্রথম নাম জিজ্ঞেস করে কথা শুরু করেছিল....

দুপুরে কি খাইছিলা?

- শশা

আর?

আর কিছুনা?

মানে কি? সকালে গাড়িতে উঠার পরে এই রাত পর্যন্ত কিছু খাওনি?

নিচের দিকে তাকিয়ে উত্তর দিল, না।

একে এখনি ভাত দাও! স্ত্রীকে বললো জামিল সাহেব।

ভাত খাওয়ায় দেখে তাকিয়ে আছে জামিল সাহেব। মেয়েটি ভাত না চিবিয়ে মুখের ভিতর দিয়েই গিলে গিলে খাচ্ছে! যেন একটু দেরি হলেই কেউ তার ভাত নিয়ে যাবে! তুমি ধীরেধীরে ভাত খাও। গলায় বেধে যাবে।

তুমি বাজারের ব্যাগে করে কি এনেছো দেখি বলে নিজেই ব্যাগটি কাছে টেনে নিল। আরো একটি চমক অপেক্ষা করছিল জামিল সাহেবের জন্য। ভেবেছিল ব্যাগের ভিতর হয়তো জামাকাপড় এনেছে। কি কি জামাকাপড় আছে, কিছু এখনি কিনতে হবে কিনা জানার জন্য তিনি ব্যাগটি দেখতে চাইলেন। ব্যাগ খুলেই দেখে তার ভিতরে এক সেট ক্লাস ফোরের বই!

তুমি ক্লাস ফোরে লেখাপড়া করতা?

উত্তরে মেয়েটি মাথা ঝাঁকালো।

মনে মনে ভাবলো, আহারে... মা মরা মেয়েটি খেতে না পারলেও লেখাপড়া করেছে! এখনো সেই ইচ্ছাটা তার থেকে গেছে! অন্যের বাসায় কাজ করতে এসেও বই সাথে করে নিয়ে এসেছে!

তোমার মা কিভাবে মারা গেলো?

মারা যায়নি।

আমি যে শুনলাম তোমার মা নেই!

আমি ছোট থাকতে মা আর একজনের সাথে চলে গেছে....

যাও শুয়ে পড়। বাসার কোন কাজে তুমি হাত দিবানা। শুধু আমার মেয়ের সাথে খেলা করবা। ওকে চোখে চোখে রাখবা। আমি তোমাকে ওর স্কুলে ভর্তি করে দিবো। দুজন এক সাথে স্কুলে যাবা।

মেয়েটি কথা গুলো শুনে ফেলফেল করে জামিল সাহেবের দিকে তাকিয়ে থাকলো। সে কিছু শুনেছে কিনা এখনো বুঝতে পারছেনা....

গল্প- আদুরী

লেখক-- মাহমুদুল ইসলাম টুটল,

বিষয়: সাহিত্য

১১৬৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378936
২২ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৬:০৭
এটোম বোম লিখেছেন : কিছুক্ষনের জন্য ইমোশনাল হয়ে গেলাম। ভালো লাগলো ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File