গেণ্ডারিয়ায় আজ আখেরি জুম্মার কিছু চিত্র
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ০১ জুলাই, ২০১৬, ০৩:৩৪:২৯ দুপুর
আলহামদুলিল্লাহ ,
আরও একবার ধর্মপ্রাণ মুসলমানদের কাছে পরাজিত হল নাস্তিক ও কুলাঙ্গার রা ।
ঢাকার গেণ্ডারিয়ায় দূর- দূরান্ত থেকে আসা মুসল্লিদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছিল। গেন্ডারিয়া কাপুড়িয়া নগর জামে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোজাদার মুসল্লিদের সরব আগমন ঘটে, জায়গা দেয়া সম্ভব না হওয়ায় রাস্তায় এবং পাশের বিল্ডিঙের ছাদে , নির্মানাধীন ভবনের ভিতরে মানুষ কে জুম্মা আদায় করতে হয়।
মসজিদের আশেপাশে তিল ঠাই দেওনের জায়গা ছিলনা মুসল্লিদের পদচারনায় । জায়নামাজ নিয়ে অন্তরে মহান আল্লাহর নাম জপে বীরের বেশে জায়ানামাজ বিছিয়ে আল্লাহর সান্নিধ্যে নামাজের উদ্দেশ্যে দাড়িয়ে গেলেন মুসল্লিরা । ভয়ে কেঁপে উঠে কোন নাস্তিকরা এগুতে পারেনি সামনে ।
ধন্যবাদ সকল ইমানদার ভাইকে, যারা বৈরি পরিবেশ উপেক্ষা করেও গেন্ডারিয়া বাসীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করলেন।
ধর্মপ্রাণ মুসল্লিরা আরও একবার প্রমান করলো মুসলমানের এই বাংলাদেশে কোন নাস্তিক ও কুলাঙ্গারদের খবরদারী চলবেনা " ।
বিষয়: বিবিধ
১৮৩৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুনেছি - চিত্র নায়ক ইলিয়াস কান্চনও নাকি গেছেন ?
মন্তব্য করতে লগইন করুন