আজ গেণ্ডারিয়ার সেই মসজিদে জুম্মার ডাক

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ০১ জুলাই, ২০১৬, ০১:০১:২১ রাত



গেন্ডারিয়ার সেই মসজিদে যাওয়ার নিয়ম-কানুন:

আপনি যদি ঢাকার দক্ষিন দিক থেকে আসেন:

তাহলে আপনি ঢাকা যাত্রাবাড়ি এসে গাড়ি থেকে নেমে পড়ুন।

তারপর একটা রিক্সা নিয়ে গেন্ডারিয়া মিলব্যারাক কাপড়িয়া নগর জামে মসজিদের উদ্দেশ্যা রওনা দিন।

যারা ঢাকার উত্তর সাইড থেকে আসবেন:

তারা প্রথমে গাড়ি দিয়ে ঢাকা গুলিস্তানে চলে আসুন তারপর সেখান থেকে দয়াগঞ্জ অথবা যাত্রাবাড়ি চলে আসুন।

সেখান থেকে রিক্সা নিয়ে গেন্ডারিয়া মিলব্যারাক কাপড়িয়া নগর জামে মসজিদের উদ্দ্যাশে রওনা দিন।

সহজ ঠিকানা হচ্ছে:

গেন্ডারিয়া মিল ব্যারাক পুলিশ লাইনে চলে আসুন। সেখান থেকে হেটে আসলে মিলব্যারাক কাপড়িয়া নগর জামে মসজিদ দুই মিনিটের রাস্তা।

বিশেষভাবে খেয়াল রাখবেন:

কোনরকম বিশৃংখলা যাতে না হয়। কারণ হিন্দুরা বলেছে মসজিদের কারণে সেখানে সহিংসতা হবে। কালকে যদি হিন্দুরা প্রমাণ করতে পারে সেখানে মসজিদ থাকার কারণে সহিংসতা হয়েছে, তাহলে হিন্দুরা সফল। তাই সবাই শান্তি সহকারে নামাজ আদায় করবেন।

এখানে লক্ষণীয়:

মসজিদপক্ষদের উদ্দেশ্য, ‘মসজিদের দলের লোকেরা একা নয়’- এটা দেখানো। বাংলাদেশে কোন স্থানে যদি মসজিদ বন্ধ করার চেষ্টা করা হয়, তবে সব মুসলমান এক হয়ে যাবে। আর হিন্দুরা দেখাতে চাচ্ছে- ‍মুসলমানরা সহিংস। তারা চাইবে পায়ে পারা দিয়ে ঝগড়া করতে। কিন্তু সেটা করা যাবে না। যদি করা হয় হিন্দুরা জিতে যাবে, মুসলমানরা হেরে যাবে।

অর্থাৎ আগামীকাল মূলমন্ত্র দুটি:

১) যত বেশি সংখ্যক মুসল্লী মসজিদে জড়ো করা যায়।

২) কোন ধরনের বিশৃঙ্খলতা যেন না হয়।

মসজিদে প্রতিদিন নানাস্থান থেকে লোকজন এসে একাত্মতা জানিয়ে যাচ্ছে। ১০টি সিলিং ফ্যান দিয়েছে মহল্লার লোকজন। ৯টি স্ট্যান্ড ফ্যান ডেকোরেটর থেকে ভাড়া করে আনা হয়েছে। আসার সময়ও দেখলাম পাটি কিনে আনা হচ্ছে। কাল জুমায় প্রচুর মানুষ আসতে পারে সে হিসাবে প্রস্তুতি চলছে। চারটি বড় মাইক কেনা হয়েছে। অজুর ব্যবস্থা করা হচ্ছে। তবে তা অপ্রতুল। এলাকার প্রায় সবাই পরিশ্রম করছে। মসজিদটি আসলে ঐ এলাকায় সবার মাঝে অন্যরকম আবেগ তৈরী করেছে। যা না গেলে বুঝা যাবে না।

তবে ঐ এলাকার লোকজন বলেছে , ওসি মিজানকে তারা ভাল মানুষ হিসেবে জানে। তিনি এ আচরণ কেন করেছেন সেটাও তারা বুঝেন। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এ ধরনের আচরন করা ছাড়া তার আর কোন উপায় ছিলনা বলে তারা মনে করেন।

বিষয়: বিবিধ

১৩৮৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373666
০১ জুলাই ২০১৬ রাত ০৩:৫১
গাজী সালাউদ্দিন লিখেছেন : জেনে ভালো লাগলো।
০১ জুলাই ২০১৬ রাত ০৪:১২
310135
নূর আল আমিন লিখেছেন : দোয়া করবেন। জাযাকাল্লাহ খাইরান
০১ জুলাই ২০১৬ রাত ০৪:১২
310136
নূর আল আমিন লিখেছেন : দোয়া করবেন। জাযাকাল্লাহ খাইরান
০১ জুলাই ২০১৬ রাত ০৪:১২
310137
নূর আল আমিন লিখেছেন : দোয়া করবেন। জাযাকাল্লাহ খাইরান
373671
০১ জুলাই ২০১৬ সকাল ০৫:৩৭
শেখের পোলা লিখেছেন : হিনদুরা চাইবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে। কারণ তারা এখন পায়ে পাদিয়ে ঝগড়া বাধাতে। এটা তাদের করতেই হবে, এজেণ্ডায় আছে বলে মনে হয়। নয়ত দাদাদের ঝগড়া থামাতে ডাকা যাচ্ছেনা।
373674
০১ জুলাই ২০১৬ সকাল ০৯:১৬
হতভাগা লিখেছেন : পুলিশ ১৪৪ ধারা মেরে দেবে - তখন শুরু হবে '' চাচা আপন প্রাণ বাঁচা ''
373676
০১ জুলাই ২০১৬ সকাল ১০:৪৫
নাবিক লিখেছেন : আল্লাহই জানে কী হয়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File