ভয়ঙ্কর অট্টহাসি!
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২২ জুন, ২০১৬, ০৪:১৭:৩৮ রাত
"রাত ঠিক দুইটা, হঠাৎ আচমকা মিশুর ঘুম ভেঙ্গে যায়, ড্রিমলাইটের আলোয় স্পষ্ট বুঝা যাচ্ছে দরজার সামনে বিবস্ত্র এক যুবতী দাড়িয়ে আছে।, এ্যাই কে? ওখানে? উলঙ্গ হয়ে রুমে?
-স্যার এত্ত তাড়াতাড়ি আমারে ভুইল্লা গেছেন? আমি আম্নেগো কামের মাইয়া, ইসমুতাঁরা, অহন চিনবার পারছেন স্যার!!/ মিশুর উত্তজেতি জিজ্ঞাসে জবাব দিলো বিবস্ত্র কিশোরীটা!/
"-পুরো রুমের পরিবেশ ভয়ঙ্কর হয়ে গেছে বিবস্ত্র ইসমুতাঁরার দুর্ধর্ষ ভয়ঙ্কর অট্টহাসিতে!! শুধু মিশু"ই চুপচাপ! শত চেষ্টা করেও চিৎকার করতে পারছেনা! মিশুর আর্তনাদও কেউই শুনছেনা, বদ্ধরুমে "শুধুই বিবস্ত্র বালিকা ইসমুতাঁরার পৈশাচিক অট্টহাসী! হাঁসি খুঁউঁউউঁব ভয়ঙ্কর অট্টহাসি! আর শুধুই "মিশুর" করুণ অসহায়ত্ত্ব!!, বেচেঁ থাকার কঠিন আর্তনাদ!!
"ভাই গো, ভাই, আম্নেরা আমার ভাই লাগেন, আমি খুব গরীব মাইয়া, আমারে মাইরেন না,আমার ইজ্জত মাইরেন না!!, আমি ছাড়া ঘরে উপার্জনের কেউ নাই! আম্নেরা আমার বড় ভাই লাগেন! তখন ইসমুতারার আর্তনাদও মিশুরা শুনেনি, যখন মিশুরা, ৫-জন মিলে ইসমতারাকে সম্পুর্ণ বিবস্ত্র করে উপর্যপুরি ধর্ষণ,ধর্ষণে হুবহু এমন এক পৈশাচিক অট্টহাসিতে মেতেছিলো!!/
বিষয়: সাহিত্য
১০৫৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন