কুত্তার লাইগ্যা জান্নাত-জাহান্নাম নাই!!

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২৮ নভেম্বর, ২০১৫, ০৮:৫০:১৩ রাত

-শিরীন

.

-জ্বী

.

-ওই দেখো কুত্তাডা কত্ত আরামে ঘুমাইতাছে দেখছো??

.

-হু দেখছি,,,

.

-শিরীন

.

-জ্বী,,,

.

-আমাদের ঐ যে দেখো, আমাদের আমগাছে বাসাবাধা কাকগুলা ক্যাম্নে বাসায় ফিরতাছে দেখছো!

.

-হু দেখছি,,,

.

-শিরীন

.

-জ্বী,,

.

-এই দেশে কুত্তা হইয়া জন্ম নিলে অনেক ভালো হইতো! আরামে ঘুমাইতে পারতাম?

.

- :'( :'( :'(

.

-শিরীন,

.

-জ্বী :'(

.

-এইদেশে যদি কাক হইয়া জন্ম নিতাম তাইলে অনেক ভালো হইতো? নিরাপদ বাসায় ফিরতে পারতাম!

.

- :'( :'( :'(

.

-বৌ কথা কাঁন্দোস ক্যান? :'(

.

"কি বলেছি, বৌয়ের আর বোঝতে বাকি রইলোনা! শান্ত গোধুলী বিকেলের মতোই চুপ হয়ে শুধু চোঁখ দিয়ে টপটপ পানি ফেলছে, নীরবতা ভেঙে, হাতটাকে শক্ত করে ধরে ও বললো, একটু পরে রাইত হইবো, রাইত যত গভীর হইবো ভোর ততোই কাছে, আমি বললাম, রাতের গভীরে যদি কোনো রাক্ষুসের থাবায় হারিয়ে যাই!! ও বললো রাক্ষুসের সাথে তো আপনার কোনো শত্ৰুতা নাই, আমি বললাম, নগরে আগুন লাগলে দেবালয়ও বাদ যায়না, আমার মতো কত্ত নিরীহ মানুষ হারিয় গেছে, তোমার মতো কত্ত নারী বিধবা হয়েছে হিসাব নাই!

.

"বৌ আমার সুন্দরভাবে জবাব দিলো। এখানে কেউ থাকতে আসেনি একদিন মহান রবের ডাকে চলে যেতে হবে সবাইকে, মহান রবের ইচ্ছায় আমরা জান্নাতে আজীবন সুখে থাকবো, আর অভিশপ্ত রাক্ষুসের জন্য মহান রব তৈরী করেছেন জাহান্নাম!

.

কুত্তা-কাকের তো, বিচার হবেনা, হবে ইনসান রুপী রাক্ষুসের, আর ইনসান ও জ্বীনের, জান্নাত-জাহান্নাম তো, জ্বীন অনসানের জন্যই তৈরী করেছেন!!

.

"বলার আর ভাষা পেলাম না, মনে মনে বললামঃ আলহামদুলিল্লাহ, বৌ তুই এত্ত লক্ষি ক্যান??

বিষয়: সাহিত্য

১২৭৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351876
২৮ নভেম্বর ২০১৫ রাত ০৯:২৪
২৮ নভেম্বর ২০১৫ রাত ১০:২০
292127
নূর আল আমিন লিখেছেন : ধন্যবাদ সবুজ ভাই আপনাকেও ফুলের শুভেচ্ছা
351884
২৮ নভেম্বর ২০১৫ রাত ০৯:৩৬
রফিক ফয়েজী লিখেছেন : বেশ সুন্দর করে তুলে ধরেছেন সমসাময়িক পরিস্থিতি। ধন্যবাদ।
২৮ নভেম্বর ২০১৫ রাত ১০:২২
292128
নূর আল আমিন লিখেছেন : রফিক ফয়েজী ভাই, ধন্যবাদ, বাস্তবতটা উপলদ্ধি করার জন্য
২৯ নভেম্বর ২০১৫ রাত ০২:১০
292141
অপি বাইদান লিখেছেন : জান্নাতের মদ-বেশ্যা-খেজুর মুমিন ছাড়া আর কার কপালে জুটবে??
351895
২৮ নভেম্বর ২০১৫ রাত ১০:৫৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


সুন্দর!!!!!
জাযাকাল্লাহ..
351916
২৯ নভেম্বর ২০১৫ রাত ০২:০৮
অপি বাইদান লিখেছেন : জান্নাতের মদ-বেশ্যা-খেজুর মুমিন ছাড়া আর কার ভাগ্যে আছে??
351933
২৯ নভেম্বর ২০১৫ রাত ০৪:৩৬
আব্দুল গাফফার লিখেছেন : জাজাকাল্লাহ খাইরান ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File