তোমার গর্ভেও ক্যান নিরাপদে থাকতে পারলাম না, মা??

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ৩০ জুলাই, ২০১৫, ০১:১৬:৫৯ দুপুর

-মা, ওমা, একটা বাচ্চা।

মায়ের পেটের ভিতরে

ক, মাস থাহে গো, মা???

.

-এই ১০-মাস ৮-১০ দিন!!

.

-তাইলে আমি ক্যান ৬

মাসের মাথায়। মাত্ৰ

১.৫০ কেজি ওজনে

জন্ম হইছি!!

.

-এইডার উত্তর আমার

জানা, নাইরে মা।

সুশীল সমাজরে জিগা!

.

-মা ও মা, একটা

বাচ্চাৱ সবচেয়ে

নিরাপদ স্থান

কোনডা??

.

-জন্মের আগে মায়ের

গৰ্ভ, জন্মের পরে

মায়ের কুল!!

.

-মা তাইলে, তোমার

গৰ্ভ ফুটা ক্যা? আমার

শরীরে বুলেটের দাগ

ক্যা??

.

-এইডার উত্তরও

আমার কাছে নাইরে

মা। তুই বঙ্গ কন্যা

পট্টি বিবিরে জিগা!!

.

-মা, ও মা, এইডা না,

স্বাধীন দেশ।তাইলে

আমি, তোমার গৰ্ভেও

স্বাধীনভাবে থাকতে

পারলাম না ক্যান?

.

-সরকার কইছে কারো

গৰ্ভ পাহাড়া দেওয়া।

সরকারের দায়ীত্ব

না!!!

.

-মা, তাইলে সরকারের

সোনার ছেলেদের

কারণে। আমি তোমার

গৰ্ভেই নিরাপদে

থাকতে পারলাম না,

এখন তোমার কুলে যে

নিরাপদে থাকুম,

এইডার গ্যারান্টি

কি???

.

-এই প্ৰশ্নের উত্তরও

আমার কাছে নাইরে

মা, মুক্তিযুদ্ধের

ডিলারগোরে জিগা!!!

.

-মা, ওমা, পিচ্চি

রাজনের লাইগ্যা

সমগ্ৰ বাঙ্গালীর

চেতনা দাড়াইছে।

আচ্ছা মা, রাজন তো

অনেকটাই বড় হয়তো

তার দোষ থাকতে পারে

আমি কি দোষ

করলাম???

.

-তোর তো জন্মই

হয়নাই তুই দোষ করবি

ক্যান??

.

-মা ওমা, তাইলে।

বাঙ্গালীরা, আমার

হইয়া ওগো বিচার

চায়নাই ক্যান???

.

-মা ও মা, তুমি চুপ

ক্যান? কি বুঝোনা,

অপরিনত, অপুষ্ট

শরীর নিয়া, এই

দুনিয়াতে বাঁচতে

আমার অনেক কষ্ট

হইতাছে

.

-এইডার ঊত্তরও

আমার জানা নাইরে মা।

ইস্যুপ্ৰিয় বাঙ্গালী

জাতিরে জিগা!!!

বিষয়: বিবিধ

১১৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File