অভিনন্দন আব্দুল্লাহীল আমান আযমী স্যার :-)
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ০২ জুন, ২০১৫, ০১:২২:২৭ দুপুর
একাত্তর সালে
বাংলাদেশ স্বাধীন
করতে। এই দেশের
সাধারণ মানুষ এবং
সেনা বাহীনির কোনো
ভুমিকা নাই। সব
ভুমিকা ইণ্ডিয়ার,
"অবাক হওয়ার কোনো
কারণ নাই। ঠিক এমন।
ইতিহাস'ই এই
প্রজন্মকে গিলাতে
চেয়েছিলো, র, এল
এদেশী এজেন্ট।
অঞ্জন চৌধুরী
সাংবাদিক নামের। এক
সাংঘাতিক মালাউন।।
"মাগার অঞ্জন
চৌধুরী ভুলে গেছে।যে
দেশে অঞ্জন চৌধুরীর
মতো দেশ-দ্রোহী।
ভারতের। দালাল
আছে।
তার ইতিহাস
বিকৃতির জবাব
দেওয়ার জন্য সেই
দেশে।দেশ-প্রেমি ক।
সাবেক বিগ্রেডিয়ার।
সেনা সদস্য। জনাব
আব্দুল্লাহিল আমান
আযমীও আছে!!!
"অঞ্জন চৌধুরীর
ইতিহাস বিকৃতি
নিয়ে। ফেইসুবকে
ইতিহাস সহ তথ্য
মুলক এক ফেইসবুক
স্ট্যাটাস
দিয়েছিলেন। অধ্যাপক
গোলাম আজমের পুত্র।
ও সাবেক বিগ্রেডিয়ার
জেনারের আযমী
সাহেব।।
সেই স্ট্যাটাসের জের
ধরে, আব্দুল্লাহিল
আমান আযমী
সাহেবের নামে।
শাহবাগ থানায় জিডি
করেছেন। শাহবাগী
অঞ্জন চৌধুরী!!
অঞ্জন চৌধুরী
অভিযোগ।
Abdullahil Amaan Azmi
সাহেব। অঞ্জন
চৌধুরিকে হত্যার
হুমকি দিয়েছে!!
"how funny?
ভুলকে শুধরে দিয়ে
সঠিক ইতিহাস
জানানোর নাম কি
হত্যার হুমকি??
ভ্যারি স্যাড অঞ্জন
চৌধুরী মিথ্যা
ইতিহাস। প্রজন্মকে
গিলাতে পারলেনা।
আপনার ধুতিটা খুলে
গেলো
কংগ্রেচুলেশন
Abdullahil Amaan Azmi
স্যার সত্যকে সামনে
তুলে ধরে আমাদের
প্রজন্মকে সত্যটা
জানানোর জন্য
আমান আযমী স্যারের সেই স্ট্যাটাস Click this link. . আমান আযমী স্যারকে নিয়ে ভাদা নিউজের রিপোর্ট Click this link
বিষয়: বিবিধ
১৩৫৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাদের সিনেমাতেও বাংলাদেশকে নিয়ে তাচ্ছিল্য করা হয় ।
বাংলাদেশ এসবের কোন যুতসই জবাব দেয় না/দিতে পারে না কিংবা চায়ও না। । কারণ যারা জবাব দেবার জায়গায় বসে আছে যুদ্ধের সময়ে তারা যুদ্ধে না গিয়ে ভারতের আশ্রয়ে ছিল । জবাব দেবার মত নৈতিক যোগ্যতা তাদের নেই ।
আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
মন্তব্য করতে লগইন করুন