ধর্ষণ কোনো অপরাধ নয় (!) ধর্ষিত হওয়াই অপরাধ Sad Sad

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২৫ মে, ২০১৫, ০৮:৪২:৩৬ সকাল

--ধর্ষণ প্লেস-টা তো

গুলশান থানার আওতায়

পড়েনা। উত্তরা থানায়

যান

--গুলশান থানা ভুল

ইনফোঃ দিয়েছে

আসলে ধর্ষণ প্লেস-টা

আমাদের (উত্তরা)

থানার আওতায়ও

পড়েনা।ভাটারা থানায়

যান।

--ইয়ে মানে আমাদের

(ভাটারা) ওসি সাহেব

উনার শালার। শশুরের।

বোন জামাইয়ের

মেয়ের। দোস্তের

শালীর বিয়ে-তে গেছে।

ওসি সাহেব যেহেতু

নাই তাই আমরা

মামলা… ।

:গত পরশু রাজধানীতে

যে উপজাতী মেয়ে-টি

ধর্ষণের শিকার

হয়েছিলো। ধর্ষণ করে

মেয়েটি-কে। জসিম

উদ্দিন রোডে ফেলে

রেখে গিয়েছিলো নর,

পশুরা, (ধর্ষকরা)

একে একে পার্শবর্তী

তিন থানাতে। মেয়েটি

মামলা করতে

গিয়েছিলো। কিন্তু

ধর্ষণ প্লেস-টা কোন

থানা?

এই তিন-টা থানার

ত্যানা প্যাচানীতে।

মেয়েটা আর মামলা

করতে পারেনি!!

-আজ কপালে বড় টিপ

ওয়ালী দিদিরা

কোথায়? ভারতের

ধর্ষণের প্রতিবাদে

যাদের। মুখের ফেনা বুক

বেয়ে। পশ্চাদ দেশ

দিয়ে প্রবাহিত

হয়েছিলো???

আজ তারা চুপ কেন???

ওহ ....ইয়ে.... ভুলেই তো

গিয়েছিলাম দিদিরা যে

আবার মানবতাবাধী!!

হাইকোর্টের মতে।

ধর্ষণের শাস্তি

মৃত্যুদণ্ডে যে চরম

মানবাধিকার

বহির্ভুত।।

-যে দেশে ধর্ষণের

সেঞ্চুরীর পর মিষ্টি

বিতরণ করে উল্লাস

করা হয়। সে দেশে

ধর্ষণ করা মহৎকাজ

(!)

এ দেশে ধর্ষিত হওয়াই

সবচেয়ে বড় অপরাধ

বিষয়: বিবিধ

৮৭৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322366
২৫ মে ২০১৫ সকাল ১১:৫২
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : শুধু এই উপজাতী মেয়েটাকেই ধর্ষন করেছে বললে ভুল হবে ঐ ঘাতকরা ঐ লালটিপ ওয়ালীদেরকেই প্রথমে ধর্ষন করেছে তারপর ধর্ষন করেছে জাতীর বিবেককে কারন এ জাতী এ ধরনের ধর্ষনের শিকার সব সেক্টর থেকেই হচ্ছে আর নিরবে সইছে...সরি আই এম ভেরি সরি... অনেক ধন্যবাদ ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File