আমরা জানিনা কখনো এদেশের আলেম সমাজ এক হবে কি? না? আসবে কি? না? তাদের মাঝে ঐক্যতা!
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ১৫ এপ্রিল, ২০১৫, ০৩:২০:২৭ দুপুর
এইমাত্র দ্রুত স্পীডে
আসা ট্রাক।জীবন
প্রদীপ নিভিয়ে দিলো।
সড়কের মাঝখানে।
পিচের সাথে ল্যাপ্টে
আছে কালো কুচ কুচে
দেহটা।
মৃত দেহটার উপর
দিয়েই দ্রুত ছুটে
যাচ্ছে অসংখ্য
জানবাহন।ব্যাস্ত তম
মানুষ গুলো ছুটে যাচ্ছে
আপন আপন গন্তব্যে।।
আকাশ বাতাস ভারি
হয়ে উঠছে স্বজনের
আহাজারী আর
প্রচণ্ড কান্নার
শব্দে।।
মৃতের সম্প্রদায়ের শত
শত জন পুরো এলাকা
দখল করে চিৎকার
করে। বলছে হত্যার
বিচার চাই।
কিছুক্ষণ আগে রোডে
গাড়ী এক্সিডেন্টে
একটা কাক মারা
গেছে।কাকেরা এখনো
কা.. কা.. কা... শব্দে
পুরো এলাকা দখল
করেছে
আফসোস। ক্ষুদ্র
কাকেরার ঐক্যতা
থাকলেও এই রঙ্গে
ভরা বঙ্গদেশে
আলেমদের মধ্যে
ঐক্যতা নাই
কিছু আলেম
ইসলামকে শুধু
মসজিদে নামাজের
মধ্যেই সীমাবদ্ধ করে
রেখেছে।এদেশের
সেকুলার গুষ্ঠিরা
আলেমদের মেরে
ফেললেও। আলেমরা
চুপ।।
ফরিদ উদ্দিন মাসুদ।
এবং খতিব
সালাউদ্দিনের মতো
আলেম নামধারী
জালেমরা সেকুলারের
চেয়ে নীকৃষ্ট।।
আজ ৯০% মুসলমানের
দেশে সেকুলারিজম
স্থান পেতোনা।
মসজিদের গেইট বন্ধ
করে দাড়ি টেনে ধরে
আলেমদেরও পেটাতে
পারতোনা
সেকুলার'রা।।।
৯০% মুসলমানের
দেশে...... জাতির পিতা
মানানো হয় এক মৃত এক বিশেষ ব্যাক্তিকে
এ দেশের আলেম সমাজ
যদি এক হতো
সেকুলাররা এই দেশে
তাদের কু স্বপ্ন কখনো
বাস্তবায়ান করতে
পারতোনা।।
জানিনা কখনো
এদেশের আলেম সমাজ
এক হবে কি? না?
আসবে কি? না? তাদের
মাঝে ঐক্যতা!
বিষয়: বিবিধ
৯৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন