আমার বৌ vs নববর্ষ
;-)
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ১৪ এপ্রিল, ২০১৫, ১২:৫৬:১৪ রাত
নাকের ছোট্ট নাক
ফুলটা দুলছে।রাগে পুরো
মুখ লাল হয়েছে। মনে
হচ্ছে জলন্ত
অগ্নিগীরর অগ্নি
লাভা
রাগলে শিরিনকে একটু
ভালো'ই লাগে
মুল সমস্যা আজ
বিকেলে সাহস করে
ইলিশ মাছ এনেছি।
তাতেই শিরিন রেগে
মেগে আগুন।।।
অনেকটা তাচ্ছিল্য
করেই শিরিন বললো।
আপনিই বলুন এসব
বিলাসিতা কি
আমাদের মানায়???
.
অনেকটা রাগ করেই
বললাম। শিরিন আমরা
মধ্যবিত্ত বলে কি
ভালো কিছু খাওয়ার
অধিকার নাই??
শিরিন অনেকটা
শিরিন অনেকটা
শান্ত
হয়ে কাধে মাথা রেখে
চোখ ভিজিয়ে বললো
আমি কি আপনার
কাছে কোনদিন সুখের
অভিযোগ করেছি??
আপনার কাছে কি
বলেছি এটা খাবো না
ওটা খাবো?। এটা চাই
ওটা চাই।?
শিরিনের আচল টেনে
ওর চোখ বললাম।আরে
পাগলি বাদ দাও তো
ওসব।কাল তো ফ্রি
আছি এই নতুন শাড়ি
টা পড়বা ঘুরতে বের
হবো
আজকে রাত্রে ভাত
বেশী থাকলে পানি
দিয়ে রেখো পান্তা ভাত
খেয়েই আগামী বের
হবো।।
শিরিন বললো আপনি
কেমন অদ্ভুত মানুষ?
প্রতিদিনই তো পান্তা
খান কাল আবার নতুন
করে খাওয়ার কি
আছে? তার চেয়ে বরং
কাল ইলিশে মাছের
তেল দিয়ে গরম ভাত
খাবেন।।
আর এই বৈশাখী
পাতলা শাড়ি ফেরত
দিন এই শাড়ি
পড়বোনা? আর শুধু কাল
ঘুরার দরকার নাই।।
শিরিনকে বললাম
শাড়ি ফেরত দিয়ে
আরেকটা আনবো।
ঘুরবানা ক্যান??
শিরিন বললো কাল
ঘুরা ঘুরি মানেই পহেলা
বৈশাখ কে সমর্থন
করা। আপনি না
বলেছেন আমাদের
সন্তান যেনো কু
সংস্কৃতির
ছোয়াও না পায়।।
.
শিরিনের মরিচ মাখা
হাতে আলতো করে চুমু
দিয়ে বাজারে শাড়ির
দোকানে ঢুকে
মোবাইলে ম্যাসেজে
দেখলাম
cash in tk 5000.00. is
successful : আমার
শ্বশুরের নম্বর থেকে
৫০০০ টাকা এসেছে
আমার বিকাশে।।
শিরিনের জন্য শাড়ি
নিয়ে ঘরে ঢুকতেই
বললো ক্ষমা করবেন
আমাকে।আপনার
অনুমতি না নিয়ে
আব্বার কাছ থেকে
৫হাজার টাকা
আনিয়েছি
আমি বললাম আর
যেনো এরকম ভুল না
হয়!!
বিষয়: বিবিধ
১২৯৯ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন