মা বাবা'রা কবে বোঝবে?? Sad Sad নাকি বিয়ের দাবিতে আন্দোলেন যামু?? :-P :-P

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ০৪ এপ্রিল, ২০১৫, ০২:০৪:২৮ রাত

প্রত্যেক মা বাবার উচিত। সন্তান বিবাহ যোগ্য হলে। ভালো পাত্রী দেখে ছেলে। সন্তান,কে বিয়ে করানো।

ভালো পাত্র দেখে মেয়ে সন্তান,কে বিয়ে বিয়ে দেওয়া।।।

.

আমাদের সমাজে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বাবা। মায়ের চোখের ঘুম হারাম হলেও ছেলের কথা মনে হয় তেমন ভাবেইনা।।। Sad

বাবা মা হয়তো মনে মনে ভাবে ছেলে'কে... বিবাহ.... করালে সংসারের ব্যায় অনেক গুণ বেড়ে যাবে।।।

আরে খালাম্মা খালু জান। ছেলে'কে বিয়ে করালে। সংসারের খরচ কমবে। ছাড়া কখনোই বাড়বেনা।

আপনার মেয়ে যা খেতো। আপনার ছেলের বৌ তা খাবে। শুধু খাওয়ার জন্য। কোন মেয়ে বিয়ে বসেনা।

যে ছেলে বিয়ের আগে উড়া ধুরা টাকা উড়াতো লাইফ ষ্টাইল ছিলো পুরো বাউন্ডুলে......

বিয়ের পর আপনার সেই বাউণ্ডুলে ছেলে হবে কর্মঠ ঘরমুখী।একদম দায়ীত্ব'বান একজন গৃহকর্তা।।।

সে যদি আগে সিগারেট খেতো। বিয়ের পর চিন্তা করবে নাহ সিগারেটের টাকা' দিয়ে বাচ্চার জন্য ললিপপ কিনে নিয়ে যাই।।

.

সো!!! কর্মঠ দায়ীত্ববান উত্তম চরিত্রের সমাজ গঠনে বিয়ে সাদীর বিকল্প নাই। :-P :-P

.

ইয়ে!! কেউ আবার আমার বিয়ের জন্য আব্বারে পরামর্শ দিয়েন না ফ্লিগ :-P ;-)

বিষয়: বিবিধ

১২২০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312811
০৪ এপ্রিল ২০১৫ রাত ০২:৪৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ছেলেটা বিয়ে করার জন্য হরতাল শুরু করেছে ,,,হরতাল চালিয়ে যেতে থাক কাজ হবে Love Struck Tongue
312812
০৪ এপ্রিল ২০১৫ রাত ০৩:১০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বুজিবার পারছি আপনার বিয়ের বয়স হইয়া গিয়াছে, কিন্তু বাবা মা উদ্যোগ গ্রহণ করেননি!! সমস্যা নেই আপনার আব্বু আম্মুর সাথে যোগাযোগ করিয়ে দিয়েন, আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। নো টেনশন।
312815
০৪ এপ্রিল ২০১৫ রাত ০৩:১৭
এলিট লিখেছেন : - Click this link
312830
০৪ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৩৬
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : being আবিয়াইত্যা is not our fault..
312834
০৪ এপ্রিল ২০১৫ সকাল ১০:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমাদের পোষ্ট ও মন্তব্য পড়েও বিয়ে করার সাহস পান কিভাবে?????
312842
০৪ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৫৫
আবু জান্নাত লিখেছেন : বিয়ের জন্য হরতাল অবরোধ করে লাভ নাই, টাকা রোজিতে লেগেযান, অটোমেটিক বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। সূকন্যা ঘরে আসবে। রাস্তায় রাস্তায় টি,টি,সির ম্যানেজারী করলেকি আর বৌ আসবে?????????
312857
০৪ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভাইয়া তো জব্বর একখান কাম কইরা ফালাইছে সকল অবিবাহিত তরুন তরুনীরা এক হয়ে ভাইয়ার কাজের সফলতা বয়ে আনুন!
ভালো লাগলো অনেক ধন্যবাদ!
312858
০৪ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০১
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাবা মায়ের বয়স হয়ে গেলে ছেলেরাই একমাত্র অবলম্বন, মেয়েরা নয়, তারা হয়ে যায় পরের বাড়ির মেয়ে। তাই বাবা মায়ের ইচ্ছে থাকা সত্ত্বেও ছেলের বিয়ের ব্যপারে কিছুটা দেরি করে থাকে।

আইচ্ছা, আমনের শরীর মন যদি এতো বেশি টাডাইয়া উডে, আমনে সইতে পারেন না, তাইলে একটা ধইরা কইরা হালাইলেতো অইয়া যায়!!!!

বিয়ে করার জন্য বুকে হেডাম থাকা লাগে, আছে???? আন্দোলন প্রসংগ তোলা লজ্জার! যাদের বুকে হেডাম নাই, তারাই আন্দোলন করার কথা ভাবে।
312914
০৪ এপ্রিল ২০১৫ রাত ০৮:০৬
দ্য স্লেভ লিখেছেন : ভাল মুক্তমনা দেখে বিয়ে না করে দ্বীনদারীকে প্রাধান্য দিন। নইলে কদিন পর উল্টো দৌড়াবেন Happy
১০
313353
০৭ এপ্রিল ২০১৫ রাত ১২:১৭
আশাবাদী যুবক লিখেছেন : লেখাটা মজার হলেও সত্যি৷
১০০% লাইক৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File