বিয়েটা করে'ই ফেললাম

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ১৪ ডিসেম্বর, ২০১৪, ১১:০৮:২৫ রাত

ফ্যামিলির

ইচ্ছাতে বিয়েটা করে ফেললাম

.

আলহামদুলিল্লাহ

আমাদের মতোই

মধ্যবিত্ত ঘরের

দ্বীনদার ও

মাদ্রাসায়

শিক্ষিত

দ্বীনি মেয়ে

.

.বাসর ঘরে ঢোকার

পর দেন মোহরের

টাকা'টা পরিশোধ

করলাম। না করার

পরেও পায়ে ধরে সালাম

করলো দু রাকাত নফল

নামাজ আদায়

করলাম নতুন

জীবনে সুখের জন্য

আল্লাহর

কাছে দোয়া করলাম

যেনো সুখী হই।

নিজেদের

ব্যাক্তি জীবনের

অনে কিছু শেয়ার

করলাম

শোয়ার

আগে বললাম

আমার সাধ্যের

মধ্যে যা চাও। তাই

দেবো।

.

বলো কি তুমি কি চাও???

.

.হাসি মুখে সাবলিল

ভাবেই উত্তর

দিলো কিচ্ছু

দরকার নেই

আপনাকে পেয়েছি তাতেই খুশী আমি বললাম

তারপরও কিছু

একটা চাও প্লিজ. . .

.

.মাথা'টা নিচু

করে মিন মিন

করে বললো!

আমার বান্ধবী নুসাইফার

বিয়ের পর ওর

স্বামী নুসাইফাকে নিয়ে বান্দরবান নীল গীরি আরো অনেক

যায়গায়

গিয়েছিলো!

নুসা আমাকে তাদের

অনেক ছবি দেখিয়েছে কত্ত সুন্দর

যায়গা আল্লাহর

অপরুপ

সৌন্দ্যর্যের

মহিমা

.

বুক থেকে দীর্ঘস্বাস

ছেড়ে অর্ধাঙ্গীনীকে বললাম

তুমি বাংলাদেশের

যে যায়গার

কথা বলবে ইনশা আল্লাহ

নিয়ে যাবো তবুও

বান্দরবান

নীলগীরি সীতাকুণ্ড

পার্বত্যের যাওয়ার

আশা বাদ দাও

.

"নববধু চুপ

করে রইলো কিছুই

বলছেনা একদম

নিশ্চুপ।

.

আমি বললাম এ্যাই

শিরিন কিছু

বলছোনা কেনো?

তুমি কি রাগ

করলা?

.

সুন্দরভাবে জবাব

দিলো। নাহ আপনার

সাথে রাগ

করবো কেন?

হয়তো আমাদের

ভালোর জন্যই

বলেছেন?

.

আমি বলললাম

সত্যিই আমি আজ

ধন্য তোমার

মতো স্ত্রী পেয়ে।

.

আমারও ইচ্ছে হয়

তোমাকে পার্বত্যের

সৌন্দর্য্য উপভোগ

করি কিন্তু

কেনো যাবোনা এখোনি দেখাচ্ছি. . . .

.

.বালিশের পাশ

থেকে মোবাইল'টা হাতে নিয়ে নেট

কানেক্ট

করে শিরিন'কে দেখালাম

বর্বর

পাহাড়ী চাকমাদের

কাণ্ড

.

কতগুলো নিঊজ

দেখালাম

কিভাবে চাকমারা নব

দম্পত্তী'কে উলঙ্গ

করে মোবাইলে ভিডিও

করছে

.

শিরিন মুচকি হাস

দিয়ে বললো আলহামদুলিল্লাহ

আমি সত্যিই

ভাগ্যবতী আপনাকে পেয়ে

. . . . . . . . . . . . . . . . . . . . . . .

ডিয়ার.ভাই এণ্ড

ব্রাদার্স

আফা এণ্ড

সিস্টার্স'রা

দিস গল্প ইজ

টোটালি খোয়াবীয়

কিন্তু ইটস ট্রুথ

আজ বাঙ্গালীরা।

আল্লাহর দান

পার্বত্যে অপরুপ

সৌন্দ্যর্য উপভোগ

করতে পারেনা বর্বর

চাকমাদের কারণে

.পার্বত্য

বাঙ্গালীরা মগা সেটেলার

চাকমাদের

দ্বারা নির্যাতিত

নিস্পেষীত

.এদেশের কিছু

বুদ্ধিবেশ্যা আর

বিদেশী কিছু

এনজিও

মগা সেটেলার

চাকমাদের

উস্কে দিচ্ছে

.ওরা বাংলাদেশ'টা খণ্ড

খণ্ড করে পুর্বতীমুরের

মতো খ্রিষ্টান

রাষ্ট্র বানাতে চাচ্ছে

.

.দিনের পর দিন

আমরা কত

ইস্যুতেই

পরে থাকি নিজের

দেশকে ওরা বিক্রি করে দিচ্ছে আমাদের

সে দিকে কোন

ভ্রুক্ষেপ'ই নেই

শুধু মনে রাখুন

আমাদের অখণ্ড

বাংলাদেশ ও

সার্বভৌমত্ব

রক্ষা করতে না পারলে আমাদেরকে ফিলিস্তিনের

অবস্থা বরণ

করতে হবে

লেখাটা ১৪ নভেম্বর লিখেছিলাম আমার ফেইসবুকে পড়ার জন্য Click this link

বিষয়: বিবিধ

১১৪৪ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294374
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ১১:২১
আফরা লিখেছেন : ভাইয়া আপনার লেখা এরকম কেন গল্প কিন্তু লেখা দেখে মনে হচ্ছে ছড়া কবিতা ।

তবে লেখাটা ভালই মজার হয়েছে ।
১৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:১৮
238003
নূর আল আমিন লিখেছেন : আমি মানুষটাই এমন জগাখিচুরী // ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য
294378
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৩০
রফিক ফয়েজী লিখেছেন : ভালোই লিখেছেন। খোয়াবী হলেও সে আপনার স্বপ্নের রাণী। রাণীর প্রথম আবদারটা রাখতে পারলেন না। রাজ্য চালাবেন কী করে ?
১৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২০
238004
নূর আল আমিন লিখেছেন : ফয়েজী ভাই @ রানীর আবদার অবশ্যই রাখবো কিছু দিন পর ধন্যবাদ রানীর হয়ে কথা বলার জন্য
294380
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৩১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বিয়ের গোপন কথা ফাঁস করতে নেই।
১৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২১
238006
নূর আল আমিন লিখেছেন : আমি ফাস করে দিলাম শিখে নিন ধন্যবাদ
294386
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৫৪
আব্দুল গাফফার লিখেছেন : হুম যথার্থ , আমাদের অখণ্ড

বাংলাদেশ ও

সার্বভৌমত্ব

রক্ষা করতে না পারলে আমাদেরকে ফিলিস্তিনের

অবস্থা বরণ

করতে হবে

অনেক ধন্যবাদ
১৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২২
238007
নূর আল আমিন লিখেছেন : গাফ্ফার ভাই @ একদম ঠিক বলছেন ধন্যবাদ আপনাকে
294387
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৫৮
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২২
238008
নূর আল আমিন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
294515
১৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৩১
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো সেরকম ভালো। বিয়ে কয়টা করেছেন ভাইজান? আরো করতে পারলে আমাদের জন্য সুবিধে হইতো। বেশী বেশী জানতে পারতাম। Love Struck Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File