পাত্রী চাই
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ১৭ অক্টোবর, ২০১৪, ০৯:৫০:৪০ সকাল
হোক আমার বৌটা বোবা কিংবা চোখ ট্যারা। হোক সে আমার
মতো কালো। আমি তাতেই খুশি সে যদি হয় ধার্মিক ও সতী সেই অনেক ভালো!!! প্রত্যেকটা ছেলে মেয়েই তার মনের মতো তার জীবন সঙ্গিনী কল্পনা করে আমিও তার ব্যাতিক্রম নই!
আমিও কল্পনা করি আমার অর্ধাঙ্গিনীকে। বিশেষ কোন অর্ধাঙ্গিনীকে আমি কল্পনা করিনা! আমি কল্পনা করি উপরের
প্রথম লেখার লাইনগুলোর মতোই!!! আল্লাহ সবাইকে এক রকম বানান না অনেকে বোবা কালো চোখ ট্যারা হয়তো আমি আপনিও এই রকম হতে পারতাম!!!
আমি সব সময় কল্পনা করি আমিওতো তাদের যায়গায় থাকতে পারতাম অথচ আমার রব কত মহান তিনি আমাকে স্বয়ং সম্পূর্ণভাবে তৈরী করেছেন!!! একটি মেয়ে তখনই সতী থাকবে যখন সে সম্পূর্ণ ধার্মিকতার মধ্যে থাকবে!!! হোক সে যে রকম আল্লাহর কথা তো মেনে চলে! আমি তাকেই অর্ধাঙ্গিনী হিসেবে চাই!
বিষয়: বিবিধ
১২০৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন